সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

মুস্তাফিজের হালকা চোট

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। দল উঠতে না পারায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন বেশ আগে। অনুশীলনে যোগ দিয়েছেন শনিবার। শতভাগ সুস্থ হয়ে যোগ দেননি। আইপিএলে টানা খেলার ধকলে হালকা চোট রয়েছে তার। তবে চোটটি গুরুতর নয়। তিন ম্যাচ টি-২০ আফগানিস্তান সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ। নিদাহাস ট্রফিতে ভারপ্রাপ্ত কোচ ছিলেন ক্যারিবীয় লিজেন্ড। হেড কোচ এখন পর্যন্ত না পাওয়ায় আফগানিস্তান সিরিজে তার উপরই দায়িত্ব দিয়েছে বিসিবি। ৩ জুন শুরু আফগানিস্তান সিরিজ।

প্রথম ম্যাচ ৩ জুন। এরপর ৫ ও ৬ জুন। অনুশীলনে যোগ দিয়ে জিম করেছেন মুস্তাফিজ। বোলিংও করেছেন। মুস্তাফিজ প্রসঙ্গে ওয়ালশ বলেন, ‘এই মুহূর্তে মুস্তাফিজের পায়ের অগ্রভাগে সামান্য সমস্যা আছে। আইপিএলে পায়ের আঙুলে একটু ব্যথা পেয়েছে। আশার কথা হচ্ছে, চোটটি গুরুতর নয়’। গুরুতর না হলেও আঘাত সারতে কিছুটা সময় লাগবেই মুস্তাফিজের। এখন প্রশ্ন হলো সময়মতো পূর্ণ ফিট হিসেবে দলে যোগ দিতে পারবেন কি না এই কাটার মাস্টার!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর