সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ নাইজেরিয়ার

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ নাইজেরিয়ার

নাইজেরিয়ার কোচ জারনট রোহা

আর্জেন্টাইন ভক্তরা আশায় আছেন এবার মেসির হাতেই স্বপ্নের বিশ্বকাপের ট্রফি উঠবে। বাছাইপর্বে কঠিন লড়াইয়ের পর আর্জেন্টিনা রাশিয়ার টিকিট পেয়েছে। তাতে কি, ফুটবল বিশ্লেষকরা বলছেন আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। ম্যারাডোনা অবশ্য তা মানছেন না। তার মতে, এক মেসি ম্যাজিকে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। গ্রুপ পর্ব পাড়ি দেওয়াটাই কঠিন হবে।

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ড। শক্তির বিচারে গ্রুপে পরিষ্কার ফেবারিট আর্জেন্টিনা। তিন ম্যাচ জিতেই নকআউট পর্বে যাওয়ার সামর্থ্য রয়েছে মেসিদের। কিন্তু বিশ্বকাপের আগে নাইজেরিয়ার কোচ ঁজারনট রোহা অনেকটা চ্যালেঞ্জ জানিয়েই বললেন, ‘গ্রুপ পর্বে’ আমরা আর্জেন্টিনাকে হারাবো।’ তিনি বলেন, ‘প্রীতি ম্যাচে যদি জিততে পারি তাহলে বিশ্বকাপে কেন আর্জেন্টিনাকে হারাতে পারব না।’ গেল নভেম্বরে সাম্পাওলির দলকে হারিয়ে ছিল নাইজেরিয়া।

মেসি অবশ্য ওই ম্যাচে অংশ নেননি। ২-০ গোলে পিছিয়ে থেকেও ছন্দময় খেলা খেলে আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাজিত করেছিল আফ্রিকার সুপার ঈগলখ্যাত দলটি। কোচ রোহা সেদিনের ম্যাচের কথা মনে করিয়ে বললেন, ‘আমি জানি মেসি এবার আমাদের বিরুদ্ধে খেলবেই। কেননা ও ছাড়া আর্জেন্টিনাতে খেলবে কে? হতে পারে মেসি অনেক উঁচুমানের খেলোয়াড়। তবে আমাদের বিরুদ্ধে সুবিধা করতে পারবে না। ও যেন আমাদের রক্ষণভাগে ঢুকতে না পারে সেই কৌশল ঠিক করে রেখেছি।’ বিশ্বকাপের জন্য সুপার ঈগলখ্যাত সমর্থকরা কতটা তেতে রয়েছে তা টের পাওয়া গেল শনিবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। মাত্র তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছে ৩ লাখ নতুন চেহারার নাইজেরিয়ার জার্সি।

নাইজেরিয়ার কোচ বলেন, ‘আমার ছেলেরা ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানিতে চুটিয়ে খেলছে। তাই তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। সবাই ওদের জয় দেখতে মরিয়া। বাছাইপর্বে ওরা দেখিয়েছে কঠিন ম্যাচ কীভাবে সামলাতে হয়। গ্রুপপর্ব পেরিয়ে আমরা নকআউট যাওয়ার সামর্থ্য রাখি।’ আর্সেনালের স্ট্রাইকার অ্যালেক্স ইয়োবি, লেস্টার সিটির কোলচি ইয়েঞ্চো, চেলসির ভিক্টর মোজেসের মতো সফল ফুটবলার রয়েছে দলে। নাইজেরিয়ান কোচ বলেন, ‘আমার দলে মেসি, রোনালদো, নেইমার বা সালাহদের মানের খেলোয়াড় নেই। তাতে কি! এনিয়ে আমি মোটেই বিচলিত নই। যারা আছে তারাই জ্বলে উঠে দেশকে সাফল্য এনে দেবে।’

সর্বশেষ খবর