শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

জিতেই চলছে সালমারা

ক্রীড়া প্রতিবেদক

জিতেই চলছে সালমারা

টি-২০ মহিলা এশিয়া কাপ শুরু হার দিয়ে। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারের পর কারও ধারণা হয়নি এমনভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অথচ সেটাই করেছেন সালমা, রুমানারা। দ্বীপরাষ্ট্রের কাছে হারের ধাক্কা সামলে পরের তিন ম্যাচে টানা তিন জয়ে এখন ফাইনালের স্বপ্ন দেখছে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে, তৃতীয় ম্যাচে ফেবারিট ভারতকে হারিয়ে চমকে দেন সালমারা। দুই দুটি ক্রিকেট পরাশক্তিকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে আসরে টানা তৃতীয় জয় তুলে নিতে বিন্দুমাত্র কষ্ট করতে হয়নি মহিলা ক্রিকেট দলকে। গতকাল থাইল্যান্ডকে ৯ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে ১০ জুনের ফাইনাল খেলার পথে এক পা দিয়েই রেখেছে। এজন্য আগামীকাল শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে হারাতে হবে সালমাদের।    

থাই মহিলা দলকে ২০ ওভারে ৬০ রানের বেশি তুলতে দেননি সালমারা। মহিলা দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাবলীল ব্যাটিং করতে পারেনি থাইল্যান্ড। জাহানারা আলম গতকাল টুর্নামেন্টে প্রথম উইকেটের দেখা পান। অধিনায়ক সালমা দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হন। ৪ ওভারের স্পেলে মাত্র ৬ রানের খরচে সালমা নেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ৪ ওভারে ১০ রানের খরচে ২ উইকেট, ফাহিমা এবং রুমানা একটি করে উইকেট নেন। ৬১ রানের টাগের্েট ৮ রানে ফেরেন শামিমা সুলতানা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে আয়েশা রহমান ও নিগার সুলতানা ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে টানা তৃতীয় জয় উপহার দেন। নিগার ২৫ রানে অপরাজিত ছিলেন ২৮ বলের খরচে এবং আয়েশা অপরাজিত ছিলেন ২৫ রানে। আয়েশা অবশ্য একটি ছক্কা হাঁকান ইনিংসটিতে।

সংক্ষিপ্ত স্কোর:

থাইল্যান্ড : ৬০/৮, ২০ ওভার (নাতায়া ১৫, সিরিন্ত্রা ১৪*, সরনারিন ১৩। জাহানারা ১/১০, সালমা ২/৬, নাহিদা ২/১০, খাদিজা ১/১৪, ফাহিমা ১/৯, রুমানা ১/৯)।

বাংলাদেশ : ৬২/১, ১১.১ ওভার (শামিমা ৮, আয়েশা ২৫*, নিগার ২৫*)

ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা: সালমা খাতুন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর