শিরোনাম
শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

জিতলেই ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সালমাদের সামনে আজ সহজ টার্গেট। প্রতিপক্ষ মালয়েশিয়া। জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এই আসরে বাংলাদেশের মেয়েরা কেবল প্রথম ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারপর টানা তিন ম্যাচে পাকিস্তান, ভারত ও থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। তাই মালয়েশিয়াও রুমানাদের সামনে দাঁড়াতে পারার কথা নয়। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং রানার্সআপ পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের কাজটা অনেক সহজ হয়ে গেছে। চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৬। সমান পয়েন্ট ভারত ও পাকিস্তানেরও। তবে বাংলাদেশের চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকার জন্য পয়েন্ট তালিকায় দুই দলই বাংলাদেশের ওপরে। আগের ম্যাচে হেরে লঙ্কানদের সম্ভাবনা শেষ হয়ে গেছে। আর ভারত-পাকিস্তান রানরেটে এগিয়ে থাকলেও লাভ নেই। কেননা আজ এই দুই দল একে অপরের মুখোমুখি। যে দল জিতবে তারাই চলে যাবে ফাইনালে। বিদায় নেবে পরাজিত দলটি। তবে যদি বাংলাদেশ ‘অঘটন’ এর শিকার হয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে হেরে যায় তাহলে এই ম্যাচে পরাজিত দলটিও ফাইনালে ওঠে যেতে পারে। অবশ্য বাংলাদেশ হেরে গেলে লঙ্কানদের সম্ভাবনাও জাগবে। তবে যে দলটি পাকিস্তান ও ভারতকে ৭ উইকেট হারায় এবং থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে বিশাল জয় সে দলটি কীভাবে হারতে পারে মালয়েশিয়ার বিরুদ্ধে? এই আসরে সবচেয়ে দুর্বল দল মালয়েশিয়া। এখন পর্যন্ত চার ম্যাচে তারা কোনো জয় পায়নি। থাইল্যান্ডের কাছেও হেরেছে। তাই প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে মালয়েশিয়ার বিরুদ্ধে জয়টা কেবল সময়ের ব্যাপার মাত্র।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর