শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

সার্বিয়ার সামনে ভয়ঙ্কর সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

সার্বিয়ার সামনে ভয়ঙ্কর সুইজারল্যান্ড

রাশিয়া বিশ্বকাপে ‘হট’ ফেবারিট ব্রাজিল! কিন্তু প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়েছে সুইজারল্যান্ড। নেইমার-থিয়াগোদের ঠিকমতো খেলতেই দেননি সুইসরা। পুরো সময় দেখিছেন দাপট। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ থেকে এক পয়েন্ট কেড়েও নিয়েছেন। তবে ম্যাচে সুইসরা যেভাবে প্রভাব বিস্তার করেছিল, তাতে জয়টা যেন তাদের প্রাপ্যই ছিল। সেই সুইজারল্যান্ড আজ তাদের দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামছে। বিশ্বকাপের ‘গ্রুপ-ই’তে কোন দুই দল দ্বিতীয় রাউন্ডে যাবে তা এখনো বলা কঠিন। তবে সুবিধাজনক অবস্থানে রয়েছে সার্বিয়ানরাই। তারা আগের ম্যাচে ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে। আজ সুইজারল্যান্ডকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে দ্বিতীয় পর্ব। আজই অনেকটা পরিষ্কার হয়ে যাবে গ্রুপ-ই থেকে নকআউট পর্বের টিকিট পাচ্ছেন কারা। গ্রুপের আরেক ম্যাচে ব্রাজিল খেলবে কোস্টারিকার বিরুদ্ধে। তবে ব্রাজিল জিতে গেলেও তাদের পরের রাউন্ড নিশ্চিত হবে না। তবে সেক্ষেত্রে বিদায়ঘণ্টা বেজে যাবে কোস্টারিকার। সুইজারল্যান্ডের খেলোয়াড়রা দ্রুত আক্রমণে চলে যান। তাদের রক্ষণভাগও ইস্পাত কঠিন। তাই আজ সুইজারল্যান্ডকে হারানো কঠিনই হয়ে যাবে সার্বিয়ার পক্ষে। তা ছাড়া র‌্যাঙ্কিংয়েও কিন্তু সুইসদের ধারে কাছে নেই সার্বিয়া। বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ড রয়েছে ষষ্ঠ স্থানে। আর সার্বিয়ার অবস্থান ৩৪। অবশ্য বিশ্বকাপে র‌্যাঙ্কিং সব সময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। একদিন আগেই র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা পোল্যান্ডকে নাস্তানাবুদ করে দিয়ে হারিয়েছে ২৭তম স্থানে থাকা আফ্রিকার দল সেনেগাল। তাই দ্বিতীয় যাওয়ার ভালো সুযোগ সার্বিয়ার সামনে। অন্যদিকে লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া কোনো উপায় নেই সুইসদের।

সর্বশেষ খবর