রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তারকাদের মিলনমেলা

তারকাদের মিলনমেলা

আর্জেন্টিনার সাবেক ফুটবলার আয়ালার সঙ্গে প্রতিবেদক

খাবারের জন্য মিডিয়া সেন্টারের ক্যাফেতে লাইন ধরতেই বিস্তিত হতে হল! ঠিক  পেছনেই দাঁড়িয়ে তিনি। প্রথমটায় বুঝাই গেল না। তার চেহারায় এখন ভাঁজ পড়েছে। নায়ক, নায়ক ভাবে অনেক পরিবর্তন এসেছে। ৪৫র রবার্তো আয়ালাকে চিনতে তাই একটু দেরিই হলো। কিন্তু চেনার পর বিস্ময়ের ঘোর কাটতে সময় লাগল অনেকটা। কাজান অ্যারিনার মিডিয়া সেন্টারে রবার্তো আয়ালা আসতেই পারেন। আর্জেন্টিনা-ফ্রান্স দুই বিশ্বচ্যাম্পিয়নের ম্যাচে কেবল আয়ালাই নন, অনেক তারকারই সমাগম হয়েছে। চিলির ইভান লুইস জামোরানো, আর্জেন্টিনার পাবলো সোরিন। আরও অনেকে। তবে সবার সঙ্গে কথা বলাই কঠিন। ভাষা এক বিরাট সমস্যা। সেলফি তুলে ইংরেজিতে দুয়েকটা কথা বলেও সাধ মিটল না। ভাষার পার্থক্য দূর করা কঠিন হলেও পিছু নিয়ে ছুটে অনেক কিছু জানা গেল। আর্জেন্টাইন সাংবাদিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন আয়ালা। কথা বললেন পাবলো জামোরানোও। ‘লিওনেল মেসি অসাধারণ এক ফুটবলার। কিন্তু তাকে সঙ্গ দিতে হবে। ম্যারাডোনাকে যেমন সঙ্গ দিয়েছিলেন ক্যানিজিয়া। তেমন কেউ নেই আর্জেন্টিনায়।’ রবার্তো আয়ালা এভাবেই নিজের অভিমত জানাচ্ছিলেন আর্জেন্টাইন সাংবাদিকদের। পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর এক আর্জেন্টাইন রিপোর্টার আধো আধো ইংরেজিতে অনুবাদ করে জানালেন আয়ালার ভাষ্য। আর্জেন্টিনার বর্তমান ফুটবলারদের মধ্যে তিনি কেবল আগুয়েরোকে মূল্য দেন। মেসির পাশে খেলার যোগ্যতা কেবল তারই আছে। তবে অ্যাঞ্জেল ডি মারিয়ার কথাও বললেন আয়ালা। এই তিনজনকেই পুরো একটা দলকে টেনে নিতে হবে। আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ নিয়ে প্রশ্ন করলে ফলাফল নিয়ে কোনো মন্তব্য করলেন না। কেবল মাথা নাড়লেন। তবে জানালেন, আমি তো চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। আয়ালা চান আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। ওদিকে চিলিয়ান তারকা পাবলো জামোরানোও স্প্যানিশ ভাষায় আর্জেন্টাইন সাংবাদিকদের বললেন, আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হোক। মেসির এটা প্রাপ্য। কিন্তু তারকাদের এই চাওয়া কী পূরণ হবে! এতক্ষণে সবার জানা হয়ে গেছে, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছে কি না। তবে তারকাদের দাবি ছিল, আর্জেন্টিনার পক্ষেই। অবশ্য জামোরানো ছিলেন মেক্সিকোর পক্ষে।

কারণ তিনি চাকরি করেন মেক্সিকোতে। জামোরানোর মন্তব্য, এবারের ফাইনাল খেলবে ল্যাটিন দুই দল! চিলিয়ান তারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেও ব্রাজিলিয়ান তারকা নেইমারের খেলায় তিনি সন্তুষ্ট নন। জামোরানো বলেছেন, ‘নেইমার এবারের বিশ্বকাপে খুব একটা ভালো খেলতে পারছেন না।’ কাজান এক অসাধারণ সুন্দর ও গোছানো শহর। ভোলগা নদীর তীর ঘেঁষা এই স্টেডিয়াম ঘিরেই উৎসবে মেতেছিল ফুটবল সমর্থকরা। দলে দলে উৎসব করছে এখানে-সেখানে। রাস্তার পাশে। স্টেডিয়ামের যাওয়ার রাস্তায় কাজানের স্থানীয় মেয়েরা নানান সাজে সুসজ্জিত হয়ে ফুটবল সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে উন্মাদনা। তাদের সঙ্গে কেউ কেউ সেলফি তুলছেন। তাতার মেয়েদের সাজ দেখতে দেখতে আর্জেন্টিনা ও ফ্রান্সের সমর্থকরা ছুটে চলল স্টেডিয়াম অভিমুখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর