রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ব্যতিক্রমী অনুশীলনে মেসি

ক্রীড়া প্রতিবেদক

পরিসংখ্যান কিংবা অতীত ইতিহাসের দিকে তাকিয়ে থাকিতে রাজি নন লিওনেল মেসি। বিশ্বাসও নেই বিশ্বসেরা ফুটবলারের। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার খুব ভালো করেই জানেন এবং বোঝেন ফুটবল মাঠের খেলা, গোলের খেলা। জানেন বলেই ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জয়ের জন্য মরিয়া মেসি ম্যাচের আগের দিন ব্যতিক্রমী অনুশীলন করেন।

অনুশীলন শেষে অ্যাগুইয়েরো, দিবালা, রোজোরা যখন বিশ্রাম করছিলেন, তখন তৃতীয় গোলরক্ষককে নিয়ে বিশেষ অনুশীলন করেন আলবিসেলেস্তাদের প্রাণভোমরা মেসি। প্রায় ৩০টি মতো পেনাল্টি শট নেন। কারণ নক আউট পর্বের ম্যাচে যে কোনো সময় পেনাল্টি পেতে পারেন। এছাড়া ম্যাচ নির্ধারণ হতে পারে টাইব্রেকারেও। তাই এমন অনুশীলন। গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে আবার পেনাল্টি মিস করেছিলেন মেসি। শুধু পেনাল্টি শটই নয়, ফ্রি কিকও অনুশীলন করেন। ডি বক্সের বাইরে থেকে, নানান অ্যাঙ্গেল থেকে ফ্রি কিক নেন। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে ডি বক্সের বাইরে ফ্রি কিক পেয়েও গোল করতে পারেননি মেসি। ফরাসিদের বিপক্ষে কোনোরকম সমস্যায় পড়তে না হয়, সেজন্যই দলের বাইরেও অনুশীলন করেন।

ইতিহাস বলে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপে কখনো হারেনি আর্জেন্টিনা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১-০ গোলে ফ্রান্সকে হারিয়েছিল মেসির দেশ। ১৯৭৮ সালে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল দ্যানিয়েল পাসারেলার আর্জেন্টিনা। ১৯৩০ সালেও ফাইনাল খেলেছিল। ২০১৪ সালের ফাইনালিস্ট মেসি চাইছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে চাইছেন বিশ্ব জয় করে। এজন্যই ম্যাচের আগে ভিন্ন্ন ধারার অনুশীলন করেন লিওনেল মেসি।               

সর্বশেষ খবর