রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

স্তব্ধ হয়ে গেল ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক গ্রিজম্যানের পেনাল্টি শটে এগিয়ে যায় ফ্রান্স। ধানমন্ডি ৪ নম্বর সড়কে বড় পর্দায় যারা খেলা দেখছিলেন তাদের মধ্যে নেমে এলো নীরবতা। মনে হচ্ছিল হেরেই গেছে আর্জেন্টিনা। কিন্তু দুর্দান্ত শটে ডিমারিয়া সমতা আনার পর মেসি ভক্তদের সে কি উচ্ছ্বাস। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ায় আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস আর দেখে কে। মনে হচ্ছিল বিশ্বকাপই যেন জিতে গেছে তারা।

এই উচ্ছ্বাস হারিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। সমতায় ফিরল ফ্রান্স। এরপর টানা দুই গোল। ৪-২ গোলে পিছিয়ে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই সবাই ধরে নেন বিদায় হচ্ছে মেসিদের। হলোও তাই, ইনজুরি টাইমে ব্যবধান কমালেও ফ্রান্স জিতল ৪-৩ গোলে। দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে। এই হারে শুধু ধানমন্ডি নয়, পুরো ঢাকাই স্তব্ধ হয়ে গেল। সমর্থকদের প্রত্যাশা ছিল ২০১৪ সালে ফাইনালে না পারলেও এবার স্বপ্নের ট্রফি মেসির হাতেই উঠবে। সেখানে কিনা দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়। প্রিয় দলের বিদায়ে হতাশায় ভেঙে  পড়ে ঢাকাবাসী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর