মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

স্পেনের ট্র্যাজিক বিদায়

ক্রীড়া ডেস্ক

স্পেনের ট্র্যাজিক বিদায়

ক্রোয়েশিয়ার জয়ের নায়ক সুবাসিচকে নিয়ে সতীর্থদের উল্লাস —এএফপি

খেলা শেষে কান্নাই থামছে না অধিনায়ক সার্জিও রামোসের। হতাশায় মাথা নিচু করে ঠাঁয় দাঁড়িয়ে জেরার্ড পিকে। বেদনায় নীল হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন আন্দ্রেস ইনিয়েস্তা। রাশিয়ার বিরুদ্ধে ‘টাইব্রেকার’ নামক লটারিতে পরাজয়টা যেন কোনো ক্রমেই মানতে পারছিলেন না স্প্যানিশরা। এই হার বড় কষ্টের। এই হার অসহ্য যন্ত্রণার। এবারের আসরে হট ফেবারিট ছিল স্পেন। বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল যারা তারাই কিনা নকআউটের প্রথম ম্যাচেই বিদায় নিল। তাও এমন এক দলের বিরুদ্ধে হারলো যে দলটি বাছাইপর্ব খেলতে চূড়ান্ত পর্বে খেলার সুযোগই পেত কিনা! এবারের আসে রাশিয়া ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের দল। আয়োজক হওয়ার সুবাদে তাদের বাছাইপর্ব খেলতে হয়নি। র‌্যাঙ্কিংয়ের ৭০ নম্বর দলটাই কিনা স্পেনকে বিদায় করে দিল। অবশ্য রাশিয়ার কাছে নয়, স্প্যানিশরা হেরেছে তাদের ভাগ্যের কাছে। তা না হলে ম্যাচের আশি ভাগ সময় বল নিয়ন্ত্রণে রেখেও কেন জিততে পারবে না! গতকাল প্রথমে এগিয়েও গিয়েছিল স্প্যানিশরা। কিন্তু হঠাৎ পেনাল্টি পেয়ে যায় রাশিয়া। কর্ণার কিকে বল ক্লিয়ার করার জন্য লাফিয়ে ওঠেন বার্সেলোনার তারকা ডিফেন্ডার পিকে। কিন্তু বলের নাগাল পাননি। কিন্তু রাশিয়ান এক ফুটবলার হেড করেন। উল্টো দিক থেকে বল পিকের হাতে লেগে যায়। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ম্যাচে সমতা আসে। এরপর বার বার চেষ্টা করেও আর রাশিয়ার রক্ষণদুর্গ ভাঙতে পারেনি স্প্যানিশরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে স্পেনের ট্র্যাজিক বিদায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর