মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
কোয়ার্টার ফাইনাল খেলবে কে?

কেউ কারও চেয়ে কম নয়

—গাফফার

কেউ কারও চেয়ে কম নয়

জিতবে বা হারবে। এখন এই হিসাব করাটা বড্ড কঠিন। গ্রুপ পর্বের লড়াই হলে বলা যেত কে ফেবারিট। কিন্তু নকআউট পর্বে ফেবারিটের কোনো মূল্য নেই। কথাগুলো বললেন জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুল গাফফার। ওয়ান্ডারার্স, মোহামেডান, আবাহনী— তিন ঐতিহ্যবাহী দলে সুনামের সঙ্গে খেলেছেন গাফফার। বিশ্বকাপ বেশ উপভোগ করছেন তিনি। তবে আর্জেন্টিনার বিদায় তিনি মানতে পারছেন না। বললেন, বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে যে উম্মাদনা তা আর্জেন্টিনাকে ঘিরে। ফ্রান্স যোগ্য দল হিসেবেই জিতেছে। কিন্তু আর্জেন্টিনা টিকে থাকলে উম্মাদনাটা আরও বেড়ে যেত। ইংল্যান্ড না কলম্বিয়া? আজকের ম্যাচ জিতবে কে? গাফফার বলেন, অতীতে যাই ঘটুক না কেন ইংলিশরা এবার ভালোই খেলছে। বিশেষ করে হ্যারিকেইনের প্রশংসা না করলেই নয়। অসাধারণ খেলছেন। এরপরও কলম্বিয়াকে কোনোভাবেই ফেলে দেওয়া যায় না। নকআউট পর্বে নির্ধারিত সময় ড্র হলে, অতিরিক্ত ৩০ মিনিট। এখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকার। সুতরাং এই ধরনের ম্যাচে আগাম ভবিষ্যদ্বাণী করা যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর