মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তা হলে কি বদলা নিলেন আর্জেন্টাইন রেফারি

ক্রীড়া ডেস্ক

তা হলে কি বদলা নিলেন আর্জেন্টাইন রেফারি

রাশিয়া বিশ্বকাপ শেষ হয়ে গেছে। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এটি তাদের বিশ্বজয়। ১৯৯৮ সালে তারা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ফাইনাল শেষ, স্বপ্নের ট্রফি নিয়ে উচ্ছ্বাসও করেছে ফরাসিরা। গোটা ফ্রান্স আনন্দে ভাসছে। শেষ হলেও বিশ্বকাপ ঘিরে আলোচনা হবে দীর্ঘদিন। যেমনটি হচ্ছে ফাইনালের রেফারিং নিয়ে। শক্ত হাতে যিনি খেলা সামাল দিতে পারেন এমন লোককেই ফাইনালে রেফারি বাছাই করা হয়। ফিফা দায়িত্ব তুলে দেন নেসটর পিটানার হাতে। এই আর্জেন্টাইন রেফারির অভিজ্ঞতা কম নয়। তবুও সমালোচনা হয়েছিল ফাইনালে আর্জেন্টিনার রেফারি দেওয়া ঠিক হয়নি। কারণ উভয় দলই আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালের পথে আসে। আর্জেন্টাইন হিসেবে ক্ষোভ তার কাজ করতেই পারে। পেনাল্টি নয়, ফ্রান্সের ফ্রি কিক নিয়েও সমালোচনা হচ্ছে। এই দুই বিতর্কিত সিদ্ধান্তই নাকি ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। ম্যাচের ১৮ মিনিটেই ফ্রান্সের পক্ষে ফ্রি কিক দেন পিটানা। গ্রিজম্যানের নেওয়া সেই ফ্রি কিক থেকে আত্মঘাতী গোল করে বসেন ক্রোয়েশিয়ার মানজুকিচ। বিশেষজ্ঞরা এই ফ্রি কিক নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য গ্রিজম্যান প্লে অ্যাক্টিং ধরতে পারেননি আর্জেন্টিনা রেফারি। তাই ফাউল না হওয়া সত্ত্বেও গ্রিজম্যান মাটিতে পড়ে যেতেই ফ্রি কিক দেন। এরপর অবশ্য ম্যাচে সমতায় ফিরে এসেছিল ক্রোয়াটরা। ৩৮ মিনিটে ক্রোয়েশিয়ার ডি বক্সে পেরিশিচের হাতে বল লাগে। রেফারি খেলাও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ফ্রান্সের খেলোয়াড়রা পেনাল্টির দাবি তুললে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরামর্শে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করেন পিটানা। এরপরই মাঠের বাইরে এসে বার বার ঘটনার রিপ্লে দেখেন। ভাব-এর সাহায্য নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে রেফারির যতটা সময় নেন, এ ক্ষেত্রে বেশি সময় ব্যয় করেন পিটানা। শেষ পর্যন্ত পেনাল্টি দেন। গ্রিজম্যান গোল করে ২-১ গোলে এগিয়ে রাখে ফ্রান্স। বিবিসির বিশেষজ্ঞ সাবেক ইংলিশ ফুটবলার শিয়েরার পিটানার এই সিদ্ধান্ত হাস্যকর বলে সমালোচনা করেন। তার মতে ফ্রি কিক এবং পেনাল্টি দুটো ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে আবার বলছেন গ্রুপ পর্ব ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় আর্জেন্টনা। সেই ক্ষোভে আর্জেন্টাইন রেফারি প্রতিশোধের বদলাও নিতে পারেন।

সর্বশেষ খবর