বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তিতেতে মুগ্ধ কাকা

ক্রীড়া ডেস্ক

তিতেতে মুগ্ধ কাকা

ব্রাজিলের কোচ তিতে

আর্জেন্টিনা বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় কোচ সাম্পাওলিকে বহিষ্কার করা হয়েছে। দলটি ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়। ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে। তাহলে কি কোচ তিতেকেও সাম্পাওলির পথে হাঁটতে হবে।

বিশ্বকাপ শেষ হওয়ার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন মুখ খোলেনি। তবে রোনাল্ডো বলেছেন, তিতেকে পরিবর্তন করলে ব্রাজিল বোকামি করবে। আমি চাই কাতার বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখা হোক। এবার আরেক জনপ্রিয় খেলোয়াড় কাকাও একই কথা বলেছেন। তার মতে ব্রাজিল এবার সেই মানের দল ছিল না যে বিশ্বকাপ জিততো। যতদূর গেছে আমি বলব এর পেছনে বড় অবদান কোচ তিতের। উনি খেলোয়াড়দের ভালো মতো চিনেছেন। কাতার বিশ্বকাপ পর্যন্ত থাকলে ভুলগুলো ভালোভাবে শোধরাতে পারবে।

কাকা বলেন, ল্যাটিনদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ঠিকই। কিন্তু আমি বলব তিতে এমনি এক যোগ্য কোচ যিনি থাকলে চার বছরে ব্রাজিলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবে। সিদ্ধান্ত নির্ভর করছে কর্মকর্তাদের ওপর। তবে সব বিবেচনা করে আমি বলব তিতেকে দিয়ে এখনই কাতার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করা হোক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর