বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ম্যালকমকে দলে নিয়ে বিতর্কে বার্সা

ক্রীড়া ডেস্ক

ম্যালকমকে দলে নিয়ে বিতর্কে বার্সা

এখনো ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হয়নি ম্যালকম ফিলিপ সিলভার। তবে ২১ বছরের এই তরুণ এরই মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানস এবং ফরাসি ক্লাব বরড্যাক্সের জার্সিতে দারুণ ফুটবল খেলে নজর কেড়েছেন অনেকেরই। বিশ্বের অনেক বড় ক্লাবই তাকে দলে পেতে মরিয়া। ইতালিয়ান ক্লাব রোমা তো চুক্তি প্রায় করেই নিয়েছিল ৪০ মিলিয়ন ইউরোর। তবে ৪১ মিলিয়ন ইউরোর রোমার শিকার কেড়ে নিল বার্সেলোনা। রোমা ও বরড্যাক্স ম্যালকমের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে যৌথ বিবৃতি দিয়েছিল। তবে মাঝপথ থেকে তাকে কেড়ে নিল বার্সেলোনা। রোমার স্পোর্টিং ডিরেক্টর মনচি বলেছেন, ‘ফুটবলার, তার এজেন্ট এবং বরড্যাক্সের সঙ্গে আমাদের একটা সমঝোতা হয়েছিল। দুপুরে তার মেডিকেল পরীক্ষার জন্য আসার কথা। সবকিছুই প্রস্তুত ছিল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’ তবে বেশি অর্থের প্রস্তাব পাওয়ায় বরড্যাক্স ম্যালকমকে রোমাতে নয়, বার্সেলোনায় যাওয়ার অনুমতি দেয়। রোমা অবশ্য পরবর্তীতে আর অর্থ বাড়াতে রাজি হয়নি। এই কারণে বার্সেলোনার সঙ্গেই চুক্তিটা করে ফেলে বরড্যাক্স। ২১ বছর বয়সী ম্যালকম ৯৬ ম্যাচে ২৩ গোল করেছেন বরড্যাক্সের জার্সিতে। বেশ ভালো টাকা খরচ করেই ম্যালকমকে দলে নিয়েছে বার্সেলোনা। দেখা যাক, তিনি কতটা কাজের বলে প্রমাণিত হন কাতালানদের জন্য!

সর্বশেষ খবর