বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বৈষম্যের শিকার সেরেনা!

ক্রীড়া ডেস্ক

টেনিস কোর্ট বা বাইরে সেরেনা উইলিয়ামস বর্ণবাদী বৈষম্যের শিকার হয়েছেন এ খবর নতুন নয়। এবার ডোপ টেস্টেও বৈষ্যমের শিকার হতে হচ্ছে তাকে। আমেরিকার টেনিস খেলোয়াড়দের মধ্যে সেরেনাকেই ডোপ টেস্ট দিতে হচ্ছে বেশি। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু ২০১৮ সালেই তাকে পাঁচবার দিতে হয়েছে নিজের ডোপ পরীক্ষা। নিষিদ্ধ কোনো মাদক ও ওষুধ গ্রহণ করেন না। বার বার প্রমাণিত হওয়ার পরও সেরেনাকে এমন হয়রানি করা হচ্ছে কেন? সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সেরেনা লিখেন, ‘কর্তৃপক্ষ মনে হয় সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন অযথা আমাকে বার বার ডোপ পরীক্ষার সম্মুখীন হতে হবে। যাকে আমি অবশ্যই বৈষম্য বলব। মানতাম যদি অন্য নামকরা ক্রীড়াবিদদের ডোপ টেস্টে ডাকা হতো। মাদকমুক্ত প্রমাণিত পাওয়ার পরও আমাকে বর্ণবাদী বৈষ্যমের শিকার হতে হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর