বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

তবু সিরিজ জয়ের আশা

ক্রীড়া প্রতিবেদক

তবু সিরিজ জয়ের আশা

ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন। অপেক্ষমাণ বাংলাদেশের ক্রিকেটাররা —এএফপি

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পার্কে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। সিরিজের পরের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, ৫ ও ৬ আগস্ট ভোরে। বিশ্বসেরা অলরাউন্ডার এখনো সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন। সাকিব মনে করেন, ফ্লোরিডায় বাংলাদেশের অনেক দর্শক থাকবে তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে ভালো খেলতে পারে দল। তিনি বলেন, ‘সেখানে (ফ্লোরিডায়) আমাদের অনেক দর্শক থাকবে। দর্শকদের কাছ থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। যদিও একটা সফরের শেষ পর্যায়ে নিজেদের উদ্বুদ্ধ করা কঠিন হয়ে যায়। পেশাদার খেলোয়াড় হিসেবে এটা অবশ্য ঠিক না। এখনো আমাদের সিরিজ জেতা সম্ভব। যেহেতু বাকি আছে দুটি ম্যাচ। যদি পারি, সেটা হবে বিরাট অর্জন।’ ওয়ানডে সিরিজ জয়ের পেছনে মূল ভূমিকা রেখেছিলেন তামিম ইকবাল। তিন ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ২৮৭ রান করেছিলেন। সেই তামিম কিনা কাল প্রথম বলেই উইকেটের বাইরে গিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়েছেন। প্রথম ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারে দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে দুই ওপেনারের আউট হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই তামিমের, ‘ওদের চিন্তাভাবনা নিয়ে কোনো প্রশ্ন নেই। টি-২০তে সবাই ইতিবাচক থাকবে এবং রান করার চেষ্টাই করবে ইনিংসের শুরু  থেকে। সবাই সে চেষ্টাই করেছে। এভাবে উইকেট না হারিয়ে কীভাবে রান করব, সেটিই হচ্ছে গুরুত্বপূর্ণ। ১১ ওভারে আমাদের  যে ১০০ ছিল, সেটা যদি ৫ উইকেটে না হয়ে ২ উইকেটে হতো তাহলে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হতো যেখানে ১৯০/২০০ করার মতো একটা অবস্থায় আমরা যেতে পারতাম।’

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৪৩/৯ (২০ ওভার) মাহমুদুল্লাহ ৩৫, লিটন ২৪

সাকিব ১৯ (উইলিয়ামস ২৮/৪, নার্স ৬/২)

ওয়েস্ট ইন্ডিজ : ৯৩/৩ (৯.১ ওভার) আদ্রে রাসেল ৩৫

স্যামুয়েলস ২৬ (মুস্তাফিজ ১৮/২)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর