বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দুই স্প্যানিশ জায়ান্টের হার

ক্রীড়া ডেস্ক

দিন কয়েকের মধ্যেই শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফেবারিট দলগুলো। কিন্তু এই টুর্নামেন্টে সুবিধা করতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। প্রথম ম্যাচটা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় ম্যাচেই বাজেভাবে হেরে গেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গতকাল সকালে কাতালানরা ৪-২ গোলে পরাজয় স্বীকার করে ইতালিয়ান ক্লাব রোমার কাছে। হেরে গেছে রিয়াল মাদ্রিদও। লস ব্ল্যাঙ্কোসরা ২-১ গোলে হেরেছে হোসে মরিনহোর দল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।

ইতালিয়ান ক্লাব রোমা ম্যালকমের দিকে হাত বাড়িয়েছিল। তাকে বরড্যাক্স থেকে দলে নিতে চেয়েছিল তারা। মাঝখান থেকে বার্সেলোনা এক মিলিয়ন ইউরো বেশি দিয়ে ম্যালকমকে দলে নিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ ছিল রোমা। তারই শোধ যেন নিল তারা বার্সেলোনাকে হারিয়ে। অবশ্য ম্যালকম প্রথম গোল পেলেন বার্সার জার্সিতে। বার্সেলোনার পক্ষে গোল করেছেন রাফিনহাও। অন্যদিকে রোমাকে জয় এনে দিয়েছেন আল শারাবি, ফ্লোরেঞ্জি, ক্রিসটান্টে এবং পেরোত্তি। চার জনেই একটি করে গোল করেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেছেন ম্যানইউ। আলেক্সিস সানচেজ এবং হেরেরার গোলে এ জয় পেয়েছে রেড ডেভিলরা। রিয়াল মাদ্রিদের পক্ষে একমাত্র গোলটি করেছেন করিম বেনজেমা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যামও। তারা ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে। টটেনহ্যামের পক্ষে একমাত্র গোল করেছেন এনকুডো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স লিগে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে টটেনহ্যাম। বুরুসিয়া ডর্টমুন্ডেরও সংগ্রহ ৭ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে আছে টটেনহ্যাম।

সর্বশেষ খবর