শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অবশেষে কোরিয়ায় জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে কোরিয়ায় জিতল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শিহান বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল —সংগৃহীত

দেশ ছাড়ার আগে কোরিয়ার মাটিতে ভালো খেলার আশ্বাস দিয়েছিলেন কোচ জেমি ডে। প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পর অনেকেই ভেবেছিলেন কোচ একটু বেশিই স্বপ্ন দেখেছেন। কিন্তু জেমির স্বপ্ন দেখা যে বাড়াবাড়ি ছিল না, সেটার প্রমাণ মিলল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। গুয়াংজু একাদশের বিপক্ষে হারের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে শিহান বিশ্ববিদ্যালয় দলকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অলিম্পিক দল। ম্যাচটিকে দ্বিতীয় স্তরের আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিফা। জাকার্তা এশিয়া গেমসের প্রস্তুতি নিতে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল এখন কোরিয়ায়। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলে ১১ আগস্ট উড়ে যাবে জাকার্তা। ১৪ আগস্ট উজবেকিস্তান, ১৬ আগস্ট থাইল্যান্ড এবং ২০ আগস্ট কাতারের বিপক্ষে ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা।

ফুটবলে ‘জয়’ শব্দটি ভুলেই গিয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরে ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে হারের পর আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে ছিল বাংলাদেশ। এরপর লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরে আন্তর্জাতিক ফুটবলে। যদিও ম্যাচটি ড্র করেছিল ২-২ গোলে। এখন সফর করছে কোরিয়া। গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শিহান বিশ্ববিদ্যালয়কে হারায়। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অনেকটাই বাংলাদেশ। ম্যাচে গোল করেন সাদ উদ্দিন সাদ ও আবু সুফিয়ান সুফিল। ম্যাচটিতে কোচ জেমি ডে অলিম্পিক দল খেলিয়েছেন। ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় ১০ মিনিটে সাদের গোলে। ৬৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক বিশ্ববিদ্যালয় দল। অবশেষে ৮৫ মিনিটে বড় আকাঙ্ক্ষার গোলটি করে দলকে আনন্দে ভাসান সুফিল। প্রতিপক্ষ বিশ্ববিদ্যালয় দল। তারপরও ম্যাচটির আন্তর্জাতিক স্বীকৃতি ছিল। কোরিয়া সফরে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামালরা। ফিফা ম্যাচ তিনটিকেই আন্তর্জাতিক ম্যাচ বলে স্বীকৃতি দিয়েছে। তবে এসব ম্যাচ দ্বিতীয় টায়ারের। বাফুফের সাধারণ সম্পাদক ম্যাচগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে বলেন, ‘আমরা ম্যাচগুলোকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্বীকৃতির জন্য আবেদন করেছিলাম। ফিফা আমাদের আবেদনে সাড়া দিয়ে দ্বিতীয় টায়ারের আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি দিয়েছে।’ সফরে প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরেছিল গুয়াংজু এফসির কাছে। ৬ আগস্ট আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোরিয়া যাওয়ার আগে জাকার্তা গেমসের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ফুটবল দল সফর করেছিল কাতার। এখন কোরিয়া সফর করছে। সেখান থেকে ১১ আগস্ট উড়ে যাবে জাকার্তা।

সর্বশেষ খবর