শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
বসুন্ধরা কিংসের অনূর্ধ্ব-১৭ ফুটবলার বাছাই

ফাইনাল রাউন্ডে ৭০ জন

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস ফুটবল অঙ্গনে পা দিয়েই চমকে দিয়েছিল সবাইকে। প্রথমবার মাঠে নেমেই তারা চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়নশিপ লিগে। যোগ্যতা অর্জন করে পেশাদার লিগ খেলার। এরপর আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তারা। ভবিষ্যৎ ফুটবলার গড়ে তোলার পদক্ষেপ নেয় ক্লাবটি। কয়েক মাস আগে সারা দেশ থেকে অনূর্ধ্ব-১৭ ফুটবলার খুঁজে বের করার টার্গেটে ক্যাম্পেইন শুরু করে বসুন্ধরা কিংস। পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়ে বসুন্ধরা কিংসের কাছে। যাচাই-বাছাইয়ের পর দেড় হাজার ফুটবলার নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ড। সেখান থেকে বাছাই করা হয় সেরা ২২২ জনকে। তাদের নিয়ে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। গতকাল এখান থেকে চূড়ান্ত পর্বের জন্য ৭০ জন বাছাইয়ের কাজ শেষ করেছে বসুন্ধরা কিংস। ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, ‘এদের মধ্য থেকে ৩৫ জন ফুটবলার বাছাই করা হবে।’ তিনি আরও জানান, পরবর্তীতে অনূর্ধ্ব-১৭ লিগে তাদের নিয়েই দল গঠন করবে বসুন্ধরা কিংস।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর