শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জয়ের জন্য লড়ছে ভারত

ক্রীড়া ডেস্ক

জয়ের জন্য লড়ছে ভারত

হাফসেঞ্চুরি করার পর অভিনন্দনের জবাব দিচ্ছেন ইংলিশ ব্যাটসম্যান স্যাম কুররান —এএফপি

প্রথম দেশ হিসেবে এক হাজার টেস্ট খেলার বিরল কৃতিত্ব দেখালো ইংল্যান্ড। এজব্যাস্টনে ইংল্যান্ডের এ অবিশ্বাস্য কীর্তির সাক্ষী ভারত।   তৃতীয় দিনে জয়ের জন্য ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে ৮৮ রান করেছে ভারত। পরিস্থিতির বিচারে ম্যাচটি জিততে পারে যে কেউ। প্রথম ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ২৮৭। জবাবে ভারতের ইনিংস থমকে যায় ২৭৪ রানে। সফরকারীদের এ রান সংগ্রহে সঞ্চালক ছিলেন অধিনায়ক কোহলি। তিনি ক্যারিয়ারের ২২ নম্বর সেঞ্চুরি করলে এ লড়াকু ইনিংস গড়ে ভারত। ১৪৯ রানের ইনিংসটি ইংল্যান্ডের মাটিতে কোহলির প্রথম সেঞ্চুরি। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়লেও কোহলি একপ্রান্ত আগলে রাখেন। তিনি ৩০ রানে ব্যাট করছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর