শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রোনালদোর আগমনে বিদায় হিগুয়েনের

ক্রীড়া ডেস্ক

এক বনে দুই বাঘ কি থাকতে পারে! ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনায় গঞ্জালো হিগুয়েন ঠিক বাঘ নন। তবে তিনিও তো কম ছিলেন না। জুভেন্টাসে রোনালদোর আগমনের আগে এ আর্জেন্টাইন তারকাই বাঘ ছিলেন। তাকে ঘিরেই স্বপ্নের জাল বুনত ওল্ড লেডিরা। অবস্থাটা এখন পুরোপুরিই বদলে গেছে। জুভেন্টাসে হিগুয়েনের এখন আর কোনো প্রয়োজন নেই। রোনালদোকে দলে নিয়ে সিরি এ লিগ তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নও দেখছে তারা। তাই বিদায় নিলেন হিগুয়েন। এক বছরের জন্য তাকে দলে নিল এসি মিলান। জুভেন্টাসের কাছ থেকে ধারে হিগুয়েনকে দলে নিতে এসি মিলানের খরচ হয়েছে ১ কোটি ৮০ লাখ ইউরো। অবশ্য এক বছর পর হিগুয়েনকে ইচ্ছা করলে চূড়ান্তভাবে দলে নিতে পারবে এসি মিলান। তবে আরও তিন কোটি ইউরো খরচ করতে হবে তাদের। ২০১৬ সালের জুলাইয়ে ইতালিয়ান ক্লাব নেপোলি থেকে জুভেন্টাসে পাড়ি জমান হিগুয়েন। দুটি মৌসুম তিনি দুর্দান্ত কাটিয়েছেন তুরিনে।

সিরি এ লিগ জিতেছেন দুবার। ৪০টি লিগ গোল করেছেন তিনি। জুভেন্টাসে আসার আগে নেপোলিতেও দারুণ সময় কাটিয়েছেন হিগুয়েন। লিগে গোল করেছেন ৭১টি। এরও আগে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে রিয়াল মাদ্রিদে। লা লিগায় তার গোল সংখ্যা ১০৭টি। দেখা যাক, এবার তিনি এসি মিলানেও ভাগ্য পরীক্ষা করে সফল হতে পারেন কিনা! এদিকে হিগুয়েনের ঠিক বিপরীত কাজ করেছেন বনুচ্চি। ইতালিয়ান এই ডিফেন্ডার এসি মিলান থেকে পুরনো ঠিকানা জুভেন্টাসে এসেছেন।

সর্বশেষ খবর