মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আগুয়েরোর ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

আগুয়েরোর ডাবল সেঞ্চুরি

ম্যানচেস্টার সিটির জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তিনি অনেক আগেই হয়েছিলেন। এবার ক্লাবের জার্সিতে প্রথম ফুটবলার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। গত পরশু তার ডাবলেই এফএ কমিউনিটি শিল্ড কাপ জিতেছে ম্যানচেস্টার সিটি। চেলসিকে হারিয়েছে ২-০ গোলে। মৌসুমের শুরুতেই দারুণ এ জয়ে আরও একটা মৌসুম আধিপত্য বিস্তারের ইঙ্গিতই দিল পেপ গার্ডিওলার দল। গত রবিবার ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। ১৩ মিনিটে গোল করেন তিনি। এটা ছিল ম্যানসিটির জার্সিতে তার ২০০তম গোল। এরপর ম্যাচের ৫৮ মিনিটে আরও একটি গোল করেন সার্জিও আগুয়েরো। চেলসিকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড কাপে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। এই কাপে সর্বোচ্চ ২১বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সার্জিও আগুয়েরো ২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এসেছেন ম্যানসিটিতে। এরপর থেকে ২৯২টি ম্যাচ খেলেছেন তিনি ক্লাবের জার্সিতে। গোল করলেন ২০১টি। এর আগে ম্যানসিটির জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এরিক ব্রুক। ১৯২৭-৪০ সময়ের মধ্যে ১৭৭ গোল করেছিলেন তিনি। এরও আগে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন টমি জনসন। তিনি ১৬৬ গোল করেছিলেন ম্যানসিটির জার্সিতে।

 ম্যানচেস্টার সিটি ২-০ গোলে চেলসিকে হারানোর পর পেপ গার্ডিওলা বলছেন, ‘আমরা নিজেদের খেলায় সন্তুষ্ট। তবে এরচেয়েও ভালো খেলার যোগ্যতা আছে আমাদের।’ স্প্যানিশ এই কোচ শিষ্যদের ফিটনেস নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন। তার মতে, সেরা ফর্মে ফেরার জন্য ফিটনেস বাড়াতে হবে ম্যানসিটির ফুটবলারদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর