মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক

শিরোপা জিতেই মৌসুম শুরু করল বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। গত মৌসুমে লা লিগা ও কোপা দেল রে দুটি শিরোপাই ঘরে তুলেছে বার্সেলোনা। এ কারণে এবার সুপার কাপে বার্সার প্রতিপক্ষ ছিল কোপা দেল রে কাপের রানার্সআপ সেভিয়া। বার্সেলোনার পক্ষে গোল দুটি করেন জেরার্ড পিকে এবং ওসমান দেম্বলে। অবশ্য ম্যাচের নবম মিনিটেই পাবলো সারাবিয়ার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সেভিয়া। এই জয়ে লিওনেল মেসি দারুণ একটা রেকর্ড গড়লেন। বার্সেলোনার জার্সিতে জয় করলেন ৩৩তম শিরোপা। ক্লাবের হয়ে কোনো একক ফুটবলারের এটা সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয়। এর আগে ৩২টি করে শিরোপা জিতে রেকর্ডটা ভাগাভাগি করছিলেন মেসি ও ইনিয়েস্তা। তাছাড়া অধিনায়ক মেসির অভিষেকটাও দারুণ হলো। ইনিয়েস্তার বিদায়ে বার্সার অধিনায়ক এখন মেসিই। এদিকে বায়ার্ন মিউনিখ গত রবিবার গভীর রাতে জিতে নিল জার্মান সুপার কাপ। আইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্টকে ৫-০ গোলে হারিয়েছে তারা। দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন পোলিশ তারকা রবার্তো লিওয়ান্দোভস্কি। এছাড়াও একটি করে গোল করেছেন কিংসলি কোম্যান এবং থিয়াগো আলকান্তারা।

 

সর্বশেষ খবর