মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হারে বিস্মিত নন কোহলি

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের মাটিতে ভারতের আবারও লজ্জার হার। লর্ডস টেস্টে ইনিংস ও ১৫৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। এমন হার নাকি ভারতের প্রাপ্যই ছিল বলে মনে করেন স্বয়ং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ‘শেষ পাঁচটি টেস্টের মধ্যে এই প্রথমবার দিশাহারা মনে হয়েছে আমাদের। এই টেস্টে যেভাবে আমরা খেলেছি তাতে হারই প্রাপ্য ছিল।’ লর্ডস টেস্টে প্রতিদিনই বৃষ্টি হয়েছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে বাজেভাবে হারার পর পরিবেশকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না কোহলি, ‘পরিবেশকে দোষারোপ করার কোনো প্রশ্নই নেই। পিচ বোলারদের সহায়তা করলেও সঠিক জায়গায় বলটা ফেলতে হয়। ওদের বোলারদের বিরুদ্ধে প্রত্যেকটি রান করার জন্য আমাদের কষ্ট করতে হয়েছে।’ টানা দুই ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে গেল ইংল্যান্ড। পরের ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। লর্ডসে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ক্রিস ওকস। ব্যাট হাতে তিনি হার না মানা ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলার পর বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। ওকসকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক জো রুট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘জেতার জন্য বেশি কষ্ট করতে হয়নি। তার অন্যতম কারণ অবশ্যই আমাদের বোলারদের দুরন্ত পারফরম্যান্স। ম্যাচের পরিবেশ আমাদের সাহায্য করেছে। তবু এই পরিস্থিতিতেও বোলারদের ঠিক জায়গায় বলটা রাখতে হতো। সেটা আমরা করে দেখিয়েছি। বিশেষ কৃতিত্ব দিতে চাইব জনি (বেয়ারস্টো) ও ওকসকে (ক্রিস)। ওকসের জন্য আমি সত্যিই গর্বিত। নিজের প্রতিভা আরও একবার প্রমাণ করে দিয়েছে সে। প্রচণ্ড পরিশ্রম করতে পারে ওকস।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর