মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঘাসের উইকেট বানাচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের অধিকাংশ উইকেট হচ্ছে স্পিন সহায়ক। টাইগারদের বোলিং সামর্থ্যের কথা চিন্তা করেই এমন উইকেট বানানো হয়েছে। ঘরের মাঠের স্পিন উইকেট থেকে দারুণ সহায়তাও পেয়েছে স্বাগতিকরা। স্বাগতিক হিসেবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও টেস্টে হারিয়েছে। বিদেশের মাটিতে ঘাসের উইকেটে খেলতে গিয়ে ঝামেলায় পড়েন ক্রিকেটাররা। ক্রিকেটাররা যাতে বাইরে ঘাসের উইকেটে খেলতে গিয়ে সমস্যায় না পড়েন এজন্য দেশের দুই ভেন্যুতে ঘাসের উইকেট বানানোর চিন্তা করছে বিসিবি। ক্রিকেট বোর্ডের পরিচালক ও  মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘টেস্টে বাংলাদেশ যাতে ভালো করতে পারে এজন্য দুই ভেন্যুতে ঘাসের উইকেট তৈরি করা হবে।’

সর্বশেষ খবর