সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মেসির ডাবলে জয়ে শুরু বার্সার

ক্রীড়া ডেস্ক

মেসির ডাবলে জয়ে শুরু বার্সার

বিশ্বকাপে বাজে খেলায় লিওনেল মেসি এরই মধ্যে কম নিন্দিত হননি। আর্জেন্টিনার জার্সি খুলে বার্সেলোনার জার্সি গায়ে জড়াতেই লিওনেল মেসি বদলে গেলেন। দুর্দান্ত ফুটবল খেললেন আর্জেন্টাইন জাদুকর। গত শনিবার গভীর রাতে লা লিগার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যালাভেসের। লিওনেল মেসির দুরন্তপনায় ৩-০ গোলে জিতেছে কাতালানরা। দুটি গোল করেছেন লিওনেল মেসি। একটি গোল করেছেন ফিলিপ কটিনহো। লা লিগায় অধিনায়ক হিসেবে লিওনেল মেসির অভিষেক হলো দারুণ এক জয় দিয়েই। লিওনেল মেসি এমনটি আগেও করেছেন। ফ্রি কিক নিচ্ছেন মেসি। প্রতিপক্ষের ডিফেন্ডাররা প্রতিরক্ষা দেয়াল দাঁড় করিয়েছে। মেসি শট নিতেই সবাই লাফিয়ে উঠলেন। মেসি পায়ের নিচ দিয়ে মাটি ঘেঁষা শট নিয়ে গোল করলেন। দুর্দান্ত এমন গোল করলেন মেসি অ্যালাভেসের বিপক্ষে। এই গোলেই বার্সেলোনার ৬ হাজারতম গোল পূরণ হলো। লিওনেল মেসি বার্সেলোনার ৫ হাজারতম গোলটিও করেছিলেন (২০০৯)। লা লিগায় বার্সেলোনার জার্সিতে প্রথম গোলটি করেছিলেন মিগুয়েল পেরেরা ১৯২৯ সালে। এরপর ১ হাজারতম গোল করেন মার্কোস ওরেলিও (১৯৫০), ২ হাজারতম গোল করেন পেদ্রো টমাস জাবালা (১৯৬৪), ৩ হাজারতম গোল করেন কুইনি এবং ৪ হাজারতম গোল করেন গুইলের্মো আমোর (১৯৯৬)। লিওনেল মেসি অ্যালাভেসের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটা গোলের সুযোগ পেয়েছেন। তবে গোল করতে পারেননি। বার বারই মেসির শট গোলবারে লেগে ফিরে এসেছে। নাহলে আরও বড় ব্যবধানে জিততে পারতো বার্সেলোনা। অতিরিক্ত মিনিটে আরও একটি গোল করেন মেসি। এছাড়াও ফিলিপ কটিনহো গোল করেন ৮৩তম মিনিটে।

দুর্দান্ত এ জয়ে মৌসুমটা ভালোভাবেই শুরু করল বার্সেলোনা। গত শনিবার লা লিগায় জয় পেয়েছে রিয়াল সুসিদাদও। তারা ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। অন্যদিকে সেল্টা ভিগো ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনার শহুরে ক্লাব এসপানিওলের সঙ্গে। রিয়াল বেটিসকে ৩-০ গোলে হারিয়েছে লেভান্তে। রিয়াল মাদ্রিদ গত রাতে গেটাফের মুখোমুখি হয়েছে।

সর্বশেষ খবর