বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

১০০ বলের ক্রিকেট নিয়ে কোহলির শঙ্কা

ক্রীড়া ডেস্ক

১০০ বলের ক্রিকেট নিয়ে কোহলির শঙ্কা

টি-২০ ক্রিকেটের পর এবার ১০০ বলের ক্রিকেট পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। কিন্তু এই ফরমেট নিয়ে আগ্রহী নন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১০০ বলের ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘১০০ বলের ক্রিকেট নিয়ে যারা কাজ করছেন তারা হয়তো বেশ রোমাঞ্চিত। সত্যি কথা বলতে কি, আরেকটি নতুন ফরম্যাটে খেলার পক্ষে আমি না। এই বিষয়টা নিয়ে আমি রীতিমতো হতাশ। এটা জানি, নিয়মিত খেলা হলে এ ফরমেটের গুরুত্ব বেড়ে যাবে। তবে বাণিজ্যিক চিন্তা মাথায় রেখেই এটা করা হচ্ছে। এই বিষয়টি আমাকে বেশ আহত করেছে।’

কোহলি বলেন, ‘আসলে নতুন কোনো ফরমেটের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হবে, এই বিষয়টা মেনে নিতে পারছি না। বিশ্ব একাদশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যে ১০০ বলের ক্রিকেটের শুরু হবে সেই দলের অংশ হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি আইপিএলের মতো লিগে খেলতেই বেশি পছন্দ করি। সব লিগের জন্য আমি আছি, কিন্তু কোনো এক্সপারিমেন্টে আমি নই।’

সর্বশেষ খবর