বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

একই পটে বার্সা রিয়াল অ্যাটলেটিকো

এক নম্বর পটে স্থান পায়নি গতবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ লিভারপুল। তারা দুই অথবা তিন নম্বর পটে স্থান পাবে

ক্রীড়া ডেস্ক

একই পটে বার্সা রিয়াল অ্যাটলেটিকো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আজ। ড্র অনুষ্ঠানের আগেই স্পেনের দলগুলোর জন্য সুখবর। এক নম্বর পটে স্থান পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এর অর্থই হলো, গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে লা লিগার ফেবারিটরা। অবশ্য লা লিগার চতুর্থ দল ভ্যালেন্সিয়া তিন অথবা চার নম্বর পটে থেকে ড্রতে অংশ নিবে। এক নম্বর পটে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর সঙ্গে আছে জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান সিরি এ লিগের চ্যাম্পিয়ন জুভেন্টাস, ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং রাশিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লুকোমোটিভ মস্কো।

এক নম্বর পটে স্থান পায়নি গতবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ লিভারপুল। তারা দুই অথবা তিন নম্বর পটে স্থান পাবে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ক্লাব খেলবে পশ্চিম ইউরোপ থেকেই। পূর্ব ইউরোপ থেকে কেবল শাখতার এবং সিএসকেএ মস্কো ও লুকোমোটিভ মস্কো খেলবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। গ্রুপ পর্বে প্রত্যেক দলই ৬টি করে ম্যাচ খেলবে। চলতি বছর গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর