সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্পেনের ফুটবলার বসুন্ধরা কিংসে

রাশিয়ার বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিন ড্রেস আগেই চুক্তিবদ্ধ হয়েছেন। গতকাল চুক্তি করলেন জর্জ গোটর

ক্রীড়া প্রতিবেদক

স্পেনের ফুটবলার বসুন্ধরা কিংসে

বসুন্ধরা কিংসের জার্সিতে স্প্যানিশ ফুটবলার জর্জ গোটার ব্লাস —বাংলাদেশ প্রতিদিন

জর্জ গোটর ব্লাস স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সতীর্থ ছিলেন স্প্যানিশ ক্লাব জারাগোজায়। তারা নিয়মিত এক সঙ্গে না খেললেও পরস্পরের খুব পরিচিত ছিলেন। জারাগোজা সেসময় লা লিগায় নিয়মিত খেলতো। এরপর বার্সেলোনার শহুরে ক্লাব এসপানিওলের জার্সিতেও খেলেছেন জর্জ গোটর। খেলেছেন স্পেনের অনূর্ধ্ব-১৭ দলে। স্পেনের এই ফুটবলারকেই এবার দলে নিল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া দলটি বিদেশি ফুটবলারদের দলে নিয়ে একের পর এক চমক দিয়েই চলেছে। জর্জ গোটর এই তালিকায় সর্বশেষ সংযোজন। গতকাল তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বসুন্ধরা কিংস। তবে এটাই শেষ নয়। ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানিয়েছেন, আরও চমক আসছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিনহাজ ছাড়াও উপস্থিত ছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। জর্জ গোটরের বয়স ৩১ বছর। সেন্টার ব্যাক হিসেবে দীর্ঘদিন ধরে বেশ কৃতিত্বের সঙ্গে খেলছেন তিনি। উপমহাদেশের আবহাওয়ার সঙ্গেও বেশ পরিচিত। এর আগে সর্বশেষ তিনি খেলেছেন মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়্যান্টের জার্সিতে। স্পেনের জারাগোজা থেকে উঠে আসা এই ডিফেন্ডারকে দলে পেয়ে বেশ সন্তুষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এবার আমাদের ডিফেন্স লাইনটা শক্তিশালী হলো।’ এর আগে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রাশিয়া বিশ্বকাপ খেলে আসা কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিন ড্রেস। দুই বিদেশির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও আরও বেশ কয়েকজন বিদেশি চুক্তির অপেক্ষায় আছেন। কার্ভেন্স বেলফোর্ট এবং উসমান জ্যালোসহ কয়েকজন বিদেশি ফুটবলার বসুন্ধরা কিংসের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন। গতবার চ্যাম্পিয়নশিপ লিগ জেতা বসুন্ধরা কিংস শক্তিশালী দল গঠন করেছে এরই মধ্যে। স্থানীয় ও বিদেশিদের নিয়ে গড়ে তুলেছে এক ব্যালেন্সড টিম। প্রিমিয়ার লিগ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তবে নিজেদের প্রস্তুতিটাও সেরে নিচ্ছে বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নিয়েই তারা প্রথমবারের মতো পেশাদার লিগে খেলতে নামবে।

সর্বশেষ খবর