সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইউরোপে ড্রয়ের রাত

ক্রীড়া ডেস্ক

ইউরোপে ড্রয়ের রাত

ইউরোপে গত শনিবার ছিল ড্রয়ের রাত। স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে ফেবারিট ক্লাবগুলো ড্র করেছে গত শনিবার। মাদ্রিদ ডার্বি শেষ হয়েছে গোল শূন্য ড্রতে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র করেছে চেলসি-লিভারপুল। এছাড়াও পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। কাতালানরা ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। গত শনিবার রাতে মাদ্রিদ ডার্বিটা জিততেই রিয়ালের মাঠে গিয়েছিল অ্যাটলেটিকো। দিয়েগো সিমিওনের শিষ্যরা দুর্দান্ত খেলেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। গোলবারের সামনে বেলজিয়ান গোলরক্ষক কর্টয়েসের দৃঢ়তা রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দিয়েছে। একের পর এক আক্রমণে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন তছনছ করে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কর্টয়েসের কারণে রিয়ালের জালে কোনো গোল করতে পারেননি অ্যাটলেটিকোর তারকারা। অবশ্য ড্রয়ের পরও লা লিগায় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। লা লিগায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনাই। রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে। অ্যাটলেটিকো মাদ্রিদ নেমে গেছে চার নম্বরে। তিনে উঠে এসেছে সেভিয়া। তারা গত শনিবার অ্যাইবারকে ৩-১ গোলে হারিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর