সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাকিবের পাশে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাতে তার আঙ্গুলে জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়। সাকিবের হাতের ইনজুরি নতুন নয়। তবে সুস্থ না হয়ে এশিয়া কাপে খেলতে যান। কিন্তু পুনরায় ব্যথা দেখা দিলে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি। দেশে ফিরে আসেন। সাকিব ও তামিম ছাড়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ মোকাবিলা করে।

সাকিবকে দেখতে গতকাল সকালেই এ্যাপোলো হাসপাতালে ছুটে যান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। এ সময়ে সাকিবের চিকিৎসার খোঁজখবর নেন মাশরাফি। দুজনার কথা জুড়েই ছিল এশিয়া কাপ। মাশরাফি বলেন, দুর্ভাগ্য আমাদের ফাইনালে সেরা দুজন সাকিব ও তামিমকে পাইনি। ওরা খেললে দলের শক্তি বেড়ে যেত। ম্যাচে তখন কী হতো বলা মুশকিল ছিল।

সাকিবের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। বেশ কিছুক্ষণ সাকিবের সঙ্গে সময় কাটিয়ে চলে যান বোর্ড সভাপতি। তরুণ তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদও হাসপাতালে সাকিবের সঙ্গে দেখা করেন। বিকাল সাড়ে তিনটার দিকে হাসপাতাল ছাড়েন সাকিব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর