শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সর্বোচ্চ গোলদাতা নিয়ে থিম্পুতে নাটক!

ক্রীড়া প্রতিবেদক

সর্বোচ্চ গোলদাতা নিয়ে থিম্পুতে নাটক!

শিরোপা জয়ের পর আবেগে কাঁদছেন স্বপ্না

ফাইনালে নামার আগে সিরাত জাহান স্বপ্নার গোল সংখ্যা ছিল ৮টি। শিরোপা না হলেও স্বপ্না যে আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাচ্ছেন তা মোটামুটি নিশ্চিতই ছিলেন অনেকে। নেপালকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন শিরোপা জিতলেও স্বপ্নার পুরস্কার জেতা হয়নি। কেন হয়নি এটাই রহস্য। টুর্নামেন্টে নেপালের রেখা পাউডেলের গোল সংখ্যা ছিল ৭। তাতে কি ৮ গোল দেওয়ার সুবাদে স্বপ্নার হাতেইতো পুরস্কার ওঠার কথা। কেননা ফাইনালে নেপালতো কোনো গোলই পায়নি। তারপরও টস ভাগ্য পাউডেলই জিতে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। টুর্নামেন্টে প্রথম ম্যাচেই বাংলাদেশ ১৭-০ গোলে উড়িয়ে দেয় নেপালকে। ম্যাচে ডাবল হ্যাটট্রিকসহ স্বপ্না ৭ গোল করেন। সাফ ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল গোল লিস্টেও স্বপ্নার নামের পাশে ৭ গোল ছিল। এরপর নেপালের বিপক্ষেও তিনি ১ গোল করেন। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তখন স্বপ্নার নাম ঘোষণা হবে তখুনি বাধে বিপত্তি। আয়োজন কমিটির এক কর্মকর্তা বললেন, পুরস্কারের জন্য টস করতে হবে। কারণ স্বপ্না ও পাউডেল যৌথভাবে টুর্নামেন্টে ৭ গোল করেছেন। ব্যাখ্যা দেওয়া হলো পাকিস্তানের বিপক্ষে স্বপ্না ৬ গোলই করেছেন। তার ৭ নম্বর গোলটা হয়নি। স্বপ্নার হেডে বল জালে জড়ালেও তার আগেই সানজিদার শট গোল লাইন অতিক্রম করেছিল। টস মেনেও নিয়েছিলেন স্বপ্না ও বাংলাদেশের অফিশিয়ালরা। ম্যাচ কমিশনার টস করলেন। জিতেও গেলেন স্বপ্না। এরপরতো আর সমস্যা থাকার কথা নয়। কিন্তু পাউডেল আপত্তি তুললেন কয়েন উড়িয়ে মারার আগে ম্যাচ কমিশনারের হাত ফসকে মাটিতে পড়ে যায়। সুতরাং আবারও টসের দাবি তুললেন পাউডেল। এবার জিতে গেলেন তিনিই। স্বপ্না আপত্তি তোলেননি। এভাবে সর্বোচ্চ পুরস্কার পেলেন পাউডেল। ম্যাচ হেরেছে কিন্তু সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়ে নেপালি মেয়েরা যেভাবে উৎসব করলেন তাতে মনে হচ্ছিল তারা শিরোপায় জিতে নিয়েছে। প্রশ্ন উঠেছে স্বপ্না যদি পাকিস্তানের বিপক্ষে ৬ গোল করেও থাকেন ফাইনাল পর্যন্ত গোল লিস্ট সংশোধন করা হলো না কেন? তাহলে কী ন্যায্য পুরস্কার থেকে স্বপ্নাকে বঞ্চিত করা হয়েছে।

 

সর্বশেষ খবর