শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চোখ এবার সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে

ক্রীড়া প্রতিবেদক

যাওয়ার সময় মৌসুমীরা বলে যান লক্ষ্য আমাদের ফাইনাল। শুধু ফাইনাল নয়, অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতেই গতকাল দেশে ফিরেছে নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দুই দিন বিশ্রামের পর আবারও অনুশীলনে নামবেন স্বপ্নারা। ২৪ অক্টোবর থেকে সিউলে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ খেলতে হবে চাইনিজ তাইপে ও তাজিকিস্তানের বিপক্ষে। এখানে বাছাই পর্ব পাড়ি দেওয়াটাই কঠিন। তবে কোচ গোলাম রাব্বানী ছোটন আশাবাদী। অনূর্ধ্ব-১৮ সাফ জেতার কৃতিত্ব মেয়েদেরই। ওরা অসাধারণ খেলেছে। প্রতিটি টুর্নামেন্টে ওদের পারফরম্যান্সের গ্রাফ ওপরের দিকে। ফাইনালে নেপালকে পাওয়ায় অনেকে ভেবেছিলেন আমরা বড় ব্যবধানে জিতব। নেপাল কিন্তু এই টুর্নামেন্টে সবচেয়ে ব্যালেন্সড দল ছিল। ফাইনালে ওরা রাফ চার্জ করেছে। তবু মেয়েরা টেকনিক্যাল ম্যাচ খেলেই জয় পেয়েছে। চোখ এখন সিনিয়র সাফের দিকে। আশা করি আমরা ভালো করবো। ছোটন বলেন, দক্ষিণ কোরিয়ার এএফসি বাছাই পর্বে আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলব। এখানে বেস্ট রানার্সআপ হয়েও চূড়ান্ত পর্বে খেলার সুযোগ রয়েছে। চূড়ান্ত পর্বের শীর্ষ দুই দল আবার অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ খেলার টিকিট পাবে। আমার বিশ্বাস বাছাইপর্বে মেয়েরা তাদের যোগ্যতার পরিচয় দেবে।

 

 

সর্বশেষ খবর