শিরোনাম
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুর্ঘটনার কবলে হেডেন

ক্রীড়া ডেস্ক

সার্ফিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ম্যাথু হেডেন। তার কাঁধে মারাত্মক চোট পেয়েছেন। শরীরের বিভিন্ন অংশের হাড়ে চিড় ধরেছে। লিগামেন্ট ছিঁড়ে গেছে। কপাল রক্তাক্ত হয়েছে। গতকাল রক্তাক্ত কপালের ছবি টুইটারে পোস্ট করেন। স্ট্যাটাসে লিখেন, ‘বুলেটের মুখে পড়েছিলাম।’ এর পরই তার বন্ধু-বান্ধবরা আতঙ্কিত হয়ে পড়েন। বিভিন্নভাবে হেডেনের খোঁজখবর নেন।

ছুটির দিনে অবকাশ করতে সার্ফিং করতে গিয়েছিলেন কুইন্সল্যান্ডের সমুদ্র সৈকতে। সেখানেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলীয় ক্রিকেটার ২০০৯ সালে ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ১০৩ টেস্ট খেলেছেন।

গতকাল স্থানীয় মিডিয়াকে তিনি জানিয়েছেন, ‘আমি এক ঘণ্টার এক সেশনে সার্ফিং করতে গিয়েছিলাম। অর্ধ ডজনের মতো ঢেউ আমি দারুণভাবে মোকাবেলা করেছি। তারপর হঠাৎ কীভাবে যে কী হলো, এক ঢেউ আমাকে আছড়ে ফেলল তীরে।’

হেডেন বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে, আমার গলাটা বাঁচিয়ে দিয়েছেন। তবে দুর্ঘটনায় পড়েছি বলেই যে আমরা সার্ফিং করব না, তা নয়। আমি সুস্থ হয়ে আবার ফিরব। সাগর কিছু নিয়ে নেয়, আবার ফিরিয়েও দেয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর