রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চ্যাম্পিয়ন হতে চান ওরা

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন হতে চান ওরা

‘আমি এমনটা আগে কখনো দেখিনি। খুবই ভালো লাগছে।’ বসুন্ধরা কিংসের দলবদলে এসে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোস ভিনিসাস এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন। বসুন্ধরা কিংসের রাজকীয় দলবদলে এসে অভিভূত বিশ্বকাপ খেলা তারকা ফুটবলার ড্যানিয়েল কলিন ড্রেসও।

মহা আড়ম্বরে দলবদল করল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন দল বসুন্ধরা কিংস। গতকাল বাফুফে ভবনে দলবদল করতে এসে ক্লাবের ফুটবলাররা ছিলেন ফুরফুরে মেজাজে। সবার মধ্যেই ছিল আত্মবিশ্বাসের স্ফূরণ। তারা হাসিমুখে কথা বলছিলেন। কথায় কথায় অনেক কিছুই বললেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ইনজুরি থেকে ফিরে অনুশীলন শুরু করেছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস বললেন, ‘আমাদের দলটা খুবই ভালো হয়েছে। এই দলে প্রতিটা পজিশনেই বিকল্প ফুটবলার আছে। এতে দলের মধ্যে দারুণ একটা প্রতিযোগিতা কাজ করবে। সবাই ভালো খেলতে চাইবে। দলগতভাবে আমরা উপকৃত হব।’ মধ্যমাঠের এই অভিজ্ঞ ফুটবলার বসুন্ধরা কিংসের ব্যাপারে খুবই আশাবাদী। আসন্ন মৌসুমে দলটা খুব ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তওহীদুল আলম সবুজ কেবল আশাই প্রকাশ করেননি, তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, ‘আমাদের দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতোই।’ আলাপে আলাপে তিনি বললেন, ‘আমাদের খাদ্যাভ্যাসটা বদলে দিয়েছেন কোচ। নিজেদের ফিট রাখার জন্য এখন আমরা আধা সেদ্ধ কিংবা কাঁচা সবজি খেয়ে থাকি। আমাদের খাবারের রুটিনটা এমন, বেশি খেলেও শরীরে মেদ হবার কোনো ভয় নেই।’ বাংলাদেশের মানুষের জন্য এমন খাবার খাওয়াটা খুবই কঠিন ব্যাপার। তবে সবুজ জানালেন, ধীরে ধীরে সবাই কোচের বেঁধে দেওয়া খাবার রুটিনে অভ্যস্ত হয়ে উঠছে। দলটার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার প্রচণ্ড ক্ষুধা রয়েছে। সবুজ বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে আমাদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এবার আমরাও স্বপ্ন পূরণের পথে নিজেদের দায়িত্বটা পালন করতে চাই।’ স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের কণ্ঠেও একই সুর। কোস্টারিকার বিশ্বকাপ খেলা তারকা ফুটবলার ড্যানিয়েল কলিন ড্রেস বলেন, ‘আমাদের অনুশীলনটা দারুণ হচ্ছে। দলটার সবকিছুই খুব ভালো। পেশাদারিত্ব আছে। ম্যানেজমেন্ট দারুণ ব্যবস্থা করেছে আমাদের জন্য।’ তিনিও এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে আছেন। নাসির উদ্দিন চৌধুরী বললেন, ‘দলের কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। কোচের পরিকল্পনাও খুব ভালো। ঠিকমতো মাঠে খেলতে পারলে আমরা এবার সব টুর্নামেন্টেই ভালো করব বলে আশা করি।’ দলের সবার মধ্যেই ভালো একটা মৌসুম কাটানোর অদম্য ইচ্ছে কাজ করছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!

দলবদলে ৩২ জনের তালিকা বাফুফের কাছে জমা দিয়েছে বসুন্ধরা কিংস। এর মধ্যে ব্রাজিলের মার্কোস, কোস্টারিকার ড্যানিয়েল কলিন ড্রেস এবং স্পেনের জর্জ গোটর ছিলেন বিদেশি। তবে এশিয়ান কোটায় আরও একজন ফুটবলার দলে নেওয়ার কথা রয়েছে বসুন্ধরা কিংসের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর