রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’

ক্রীড়া প্রতিবেদক

‘সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’

হাবিবুল বাশার

মেলবোর্নে ডাক্তার দেখিয়ে আজ দেশে ফেরার কথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আঙ্গুলের চিকিৎসা শেষে দেশে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে বিশ্বসেরা অলরাউন্ডারের। তাই খেলতে পারছেন না জিম্বাবুয়ে সিরিজে। ২১ অক্টোবর শুরু দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সাকিব ও তামিম ইকবালের অনুপস্থিতিতে জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাঁ হাতি ওপেনার ফজলে মাহমুদ রাব্বি। ৩০ বছর বয়সী রাব্বি সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের বিচারে। তার অন্তর্ভুক্তি এবং সৌম্য সরকার, মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন সৈকতের বাদ পড়া এবং সিরিজ কেমন হবে, এ নিয়ে কথা বলেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হাবিবুল বাশার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে দুই সিনিয়র ক্রিকেটার ছাড়া। সাকিব ও তামিম দুজনেই ইনজুরিতে আক্রান্ত। সাকিব ইনজুরিতে ভুগছেন জানুয়ারি থেকে। এশিয়া কাপে খেললেও শেষ করতে পারেননি। তার আগেই দেশে ফিরেন বিশ্বসেরা অলরাউন্ডার। এশিয়া কাপের সূচনা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কব্জিতে ব্যথা পান তামিম। ফিরে আসেন দেশে। দুজনকে ছাড়া সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেন সাবেক অধিনায়ক ও নির্বাচক বাশার, ‘আমার মনে হয় সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। জিম্বাবুয়ে এখন অনেক গোছানো দল। আমাদের দুজন সেরা পারফরমার খেলছেন না। তারপরও আমি আশাবাদী সিরিজটা ভালো হবে।’ দুই সিনিয়র ক্রিকেটার নেই। ওপেনাররা ব্যর্থ পুরোপুরি। বেশ চাপে ছিলেন নির্বাচকরা। সেখান থেকে উদ্ধার হতে ৩০ বছর বয়সী ফজলে রাব্বিকে দলভুক্ত করে চমকে দিয়েছেন নির্বাচক প্যানেল। রাব্বিকে দলে নেওয়ার ব্যাখ্যায় বাশার বলেন, ‘রাব্বি পাঁচ ছয় বছর আগেই প্রমিজিং ছিল। তারপর অফ ফর্মে চলে যায়। গত তিন বছরে সে নিজেকে অনেক বদলে ফেলেছে। এখন অনেক পরিণত। ‘এ’ দলের সফরে ভালো ব্যাটিং করেছে। বয়স একটু বেশি। ওর ফিটনেস খুব ভালো। আমাদের একজন ব্যাটসম্যান দরকার ছিল, ঠিক সাকিবের মতো না হলেও সে বোলিং করতে পারে। আমরা দেখেছি, ওর বোলিংটাও বেশ কার্যকরী।’

৩০ বছর বয়সী রাব্বির অন্তর্ভুক্তি চমকে দিয়েছে। একই সঙ্গে বিস্মিত করেছে মোসাদ্দেক সৈকত, মুমিনুল, সৌম্যর বাদ পড়া। মুমিনুলের বাদ পড়াকে দুর্ভাগ্য বললেন নির্বাচক বাশার, ‘মমিনুলের বাদ পড়াকে দুর্ভাগ্য বলব। তার জন্য সহানুভূতি রয়েছে আমার। এটা ঠিক তার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। ওয়ানডেতে তার দেওয়ার অনেক কিছু আছে। মোসাদ্দেকের ফর্ম নিয়ে সন্তুষ্ট নই।’ অলরাউন্ডার সাইফুদ্দিনকে নেওয়া হয়েছে ৭ নম্বর পজিশনের বিবেচনায়, ‘৭ নম্বরে আমরা একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিলাম। সৌম্য ও আরিফুল ব্যাটিং অলরাউন্ডার। সাত নম্বরে আমাদের দরকার বোলিং অলরাউন্ডার দরকার। এজন্যই সাইফউদ্দিনকে নেওয়া।’

৩০ বছর বয়সে শুধুমাত্র ফজলে রাব্বিই সুযোগ পাননি। এর আগে ফয়সাল হোসেন ডিকেন্স, মনিরুজ্জামানরাও সুযোগ পেয়েছিলেন এই বয়সে।

সর্বশেষ খবর