রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার

ক্রীড়া ডেস্ক

ম্যাচ পাতানোর অভিযোগ শুধু ক্রিকেটে নয়, এর কালো থাবা ফুটবলেও আছে। ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগ বহুদিন ধরেই চলছে। কিন্তু ফিফাসহ ফুটবলের অন্য সংস্থাগুলোর কঠোর আইনের ফলে ম্যাচ পাতানোর অভিযোগ কমে গেছে অনেক। তবে দিন কয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও রেডস্টার বেলগ্রেডের ম্যাচটি নিয়ে পাতানোর অভিযোগ উঠেছে। ম্যাচটি নেইমারের হ্যাটট্রিকে ৬-১ গোলে জিতেছিল পিএসজি। ম্যাচ পাতানোর অভিযোগ অবশ্য দুই ক্লাবই অস্বীকার করেছে। প্যারিসের ওই ম্যাচে সার্বিয়ানদের ৬-১ গোলে বিধ্বস্ত করেছিলেন নেইমাররা। জুয়ার নিয়ন্ত্রণকারী একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পিএসজি-রেড স্টারের ম্যাচ নিয়ে ৫০ লাখ ইউরোর লেনদেন হয়েছিল। প্রায় ৫৫ কোটি টাকার লেনদেনের শর্ত ছিল সার্বিয়ান ক্লাবটিকে পাঁচ কিংবা তারও বেশি গোলে হারতে হবে। ম্যাচটি ঘিরে অস্বাভাবিক লেনদেনের পরপরই পাতানোর অভিযোগ উঠে। ফ্রান্স ফুটবল ফেডারেশন এরপরই ম্যাচটি নিয়ে তদন্তে নেমে পড়েছে। অবশ্য ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ উয়েফা সতর্কবার্তা পাঠিয়েছে ফ্রান্স ন্যাশনাল ফাইনান্সিয়াল প্রসিকিউটরস অফিসে (পিএনএফ)। ফ্রান্সের পত্রিকা এলুইকুইপে রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে প্রকাশ করা হয়েছে ম্যাচটি ঘিরে ৫০ লাখ ইউরোর লেনদেন হয়েছে। এজন্য বেশ কয়েকজন কর্মকর্তাদের জিজ্ঞসাবাদ করা হয়েছে। গুঞ্জন ম্যাচের আগের দিন বিকালে রেডস্টার ব্রেলগ্রেডের কয়েকজন ফুটবলারের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক ছিল।

সর্বশেষ খবর