শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ক্রিকেট ফিক্সিংয়ে ভারতীয়রা জড়িত!

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট ফিক্সিংয়ে ভারতীয়রা জড়িত!

ক্রিকেট ফিক্সিংয়ে কালো থাবায় অস্থির বিশ্ব ক্রীড়াঙ্গন। সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যেই নিজেদের পকেটভারী করে থাকে ক্রিকেটার ও জুয়াড়িরা। এমন কি কর্মকর্তারা এই লোভ সামলাতে পারছেন না। ক্রিকেট ফিক্সিং বা উেকাচ দেওয়াটা নতুন কিছু নয়। তবে আইসিসির দাবি ফিক্সিংয়ের প্রবণতা এখন অনেক কমে এসেছে। সংস্থার এক মুখপাত্র বলেন, কড়া নজরদারির জন্য তা সম্ভব হয়েছে। যার অংশ হিসেবে নজরে রাখা হয়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ডের মধ্যকার সিরিজ। আইসিসির ধারণা, এই সিরিজে অপ্রীতিকর কিছু ঘটতে পারে। কিছু দিন আগেই আইসিসির এন্টি করাপশন ইউনিট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত করেছে লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়া সুরিয়াকে। তবে জয়সুরিয়া নিজেকে নির্দোষ দাবি করেছেন। আরও সন্দেহভাজন অনেককে পাওয়া যাবে। আইসিসির এন্টি করাপশন ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, সারা বিশ্বেই কম-বেশি ফিক্সিং হলেও সেগুলোর বেশির ভাগই করে থাকে ভারতীয় জুয়াড়িরা। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান মার্শাল। শ্রীলঙ্কায় আইসিসির সন্দেহভাজন তালিকায় থাকা সবাই স্থানীয় কিনা জানতে চাওয়া হলে মার্শাল বলেন, ‘শ্রীলঙ্কার জুয়াড়িরা স্থানীয় এবং ভারতীয়ই হয় বেশি। আর আপনি যদি সারা বিশ্বের কথা বলেন তা হলে বেশিরভাগ দুর্নীতিবাজ জুয়াড়িই ভারতীয়।’

সর্বশেষ খবর