বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শীর্ষে ফিরল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

শীর্ষে ফিরল ম্যানসিটি

একদিন আগে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে উঠে এসেছিল। কিন্তু একদিন পরই স্থান হারাল তারা। ম্যানচেস্টার সিটি ১-০ গোলে টটেনহ্যামকে হারিয়ে শীর্ষ স্থান পুনঃদখল করেছে। পেপ গার্ডিওলার শিষ্যরা এ জয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে আছে লিভারপুল। ম্যানসিটির গোল ব্যবধান +২৪। অন্যদিকে লিভারপুলের গোল ব্যবধান +১৬। টটেনহ্যাম ২১ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ইংলিশ প্রিমিয়ার লিগে এছাড়াও চেলসি তিনে এবং আর্সেনাল চারে অবস্থান করছে।

হ্যারি কেইনরা নিজেদের মাঠ ওয়েম্বলিতে নেমে খেলতে নেমেছিল পেপ গার্ডিওলার দলকে হারানোর লক্ষ্য নিয়েই। কিন্তু ম্যাচের শুরুতেই বিরাট এক ধাক্কা খায় তারা। ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ইংলিশ তারকা রহিম স্টারলিংয়ের এসিস্টে জয়সূচক গোলটা করেন আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরিজ। ম্যাচজুড়ে অন টার্গেন আরও পাঁচটা শট নিয়েও আর গোল করতে পারেনি ম্যানসিটির তারকারা। অন্যদিকে অন টার্গেট শট নেওয়ার তেমন একটা সুযোগই পায়নি টটেনহ্যাম। বল দখলের লড়াইয়ে দুই দল সমানে-সমান এগিয়ে চললেও পেপ গার্ডিওলার কৌশলের কাছে কোনোভাবেই কুলিয়ে উঠেনি টটেনহ্যাম।

ওয়েম্বলিতে ম্যাচ জয়ের নায়ক রিয়াদ মাহরিজ জয়টা উপহার দিলেন লিস্টারসিটির প্রয়াত প্রেসিডেন্ট ভিচাই শ্রীবদ্ধনাপ্রভাকে। কয়েক মৌসুম আগে লিস্টারকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন মাহরিজ। সেই ক্লাবের সঙ্গে একটা বন্ধনে জড়িয়ে গিয়েছিলেন মাহরিজ। নিজের পুরনো ক্লাবের প্রেসিডেন্টকে এখনো ভুলেননি তিনি। মাহরিজ বলেন, ‘এই ধরনের একটা খবর আমার জন্য খুবই কঠিন। বস আমার জন্য খুবই স্পেশাল ছিলেন। আমি সেখানে সাড়ে চার বছর ছিলাম। এই সময়ের মধ্যে তাকে ঘিরে অনেক স্মৃতি জমা হয়ে আছে আমার মনে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর