বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রিয়ালের কোচ সোলারি

ক্রীড়া ডেস্ক

রিয়ালের কোচ সোলারি

এল ক্ল্যাসিকোতে ৫-১ গোলের বিরাট ব্যবধানে হারের কষ্ট মোটেও সহ্য হয়নি রিয়াল মাদ্রিদ কর্তাদের। পরিচালকরা বৈঠকে বসে বরখাস্ত করে দিলেন হুলেন লোপেতেগুইকে। ইতালিয়ান কোচ অ্যান্টোনিও কন্তের সঙ্গে আলোচনা চলছে। তবে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে রিয়াল বি টিমের কোচ আর্জেন্টিনার সান্তিয়াগো সোলারিকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী অস্থায়ী কোচ হিসেবে ১৪ দিনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না সোলারি। এর মধ্যেই রিয়াল মাদ্রিদকে স্থায়ী কোচ নিয়োগ দিতে হবে। সেক্ষেত্রে অ্যান্টোনিও কন্তের সঙ্গে যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেগুলো শিগগিরই দূর করতে হবে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টকে। এদিকে দায়িত্ব পেয়ে গতকালই প্রথম বেলে-বেনজেমাদের সঙ্গে অনুশীলন করিয়েছেন সান্তিয়াগো সোলারি। জিনেদিন জিদান, বেকহ্যাম, ফিগোদের সময় তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদে। ২০০০-০৫ পর্যন্ত সময়ের মধ্যে তিনি ২টি লা লিগা ছাড়াও জিতেছেন ১টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি স্প্যানিশ সুপারকাপ, ১টি উয়েফা সুপারকাপ এবং ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপ। রিয়াল মাদ্রিদ ছাড়াও তিনি খেলেছেন আর্জেন্টিনার রিভার প্লেট এবং ইতালির ইন্টার মিলানে। দুই ক্লাবেই তিনি ছিলেন সফল একজন মিডফিল্ডার।

সর্বশেষ খবর