বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জমে উঠেছে বিপিজিএ গলফ

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় দিনেই শীর্ষ স্থান ধরে রেখেছেন মো. সায়েম। গতকাল পারের চেয়ে এক শট কম খেলেছেন তিনি। দুই রাউন্ড মিলে ‘১০ আন্ডার পার’ খেলেছেন এই পেশাদার গলফার।  রাজধানীর আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের অয়োজনে অনুষ্ঠিত তৃতীয় প্যারামাউন্ট গলফ টুর্নামেন্টে পারের চেয়ে ৫ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন মো. শাহ আলম ও  সাভারের গলফার মো. রাসেল। ‘চার আন্ডার পার’ খেলে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের তারকা গলফার মোহাম্মদ রাসেল ও সজীব আলী। ৫ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন দেশের মোট ৬৪ জন পেশাদার গলফার ও ২০ জন অ্যামেচার। তাদের মধ্যে গতকাল ‘কাট’ পেয়েছেন ৩৭ জন গলফার।

প্রথম দুই রাউন্ড মিলে যারা পারের চেয়ে চার শট বেশি খেলেছেন তারা সুযোগ পাচ্ছেন তৃতীয় রাউন্ডে।

 তিন রাউন্ডের এই টুর্নামেন্টের আজ শেষ রাউন্ড। বিকালে বিজয়ীদের হাতে প্রাইমানির অর্থ ও ট্রফি তুলে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর