বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হকি লিগের শিরোপা মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

হকি মাঠে যে শিরোপার ফয়সালা হয়নি তা হয়ে গেল হকি ফেডারেশনের গভর্নিং বডির সভায়। মাঠে মেরিনার্স-মোহামেডানের ম্যাচ ছিল ১-১ গোলে সমতা। বাইলজ অনুযায়ী দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে শিরোপা পায় মোহামেডান। গত ৭ জুন মেরিনার্স-মোহামেডানের মধ্যে হকির শেষ ম্যাচে শিরোপা হয়ে যেতে পারত। কিন্তু ৪৪ মিনিট খেলার পর ১-১ গোলে সমতা থাকা অবস্থায় ম্যাচটি পণ্ড হয়ে যায়। বাইলজ অনুযায়ী দুই দলকে পয়েন্ট দেওয়া হয়। এতে ৪০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। ৩৯ পয়েন্ট নিয়ে রানার্স-আপ ঢাকা আবাহনী। ৩৭ পয়েন্ট নিয়ে মেরিনার্সের অবস্থান তৃতীয়। সভায় উপস্থিত মেরিনার্স ম্যানেজার নজরুল ইসলাম বলেছেন, জোর করে চাপিয়ে দেওয়া হলে মেরিনার্স আর হকি খেলবে কি না বলা মুশকিল।

সর্বশেষ খবর