বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের সাজানো মঞ্চে উৎসব জিম্বাবুয়ের

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

মঞ্চ সাজানো ছিল। জিতলেই বীরের মর্যাদায় মিলবে অভিবাদন। সকাল থেকেই দর্শক আসছিলেন গ্যালারিতে। সবার চাওয়া একটাই, বাংলাদেশের জয়। দর্শকরা জয় ঠিকই দেখেছেন, তবে সেটা বাংলাদেশের নয়, জিম্বাবুয়ের! অভাবনীয় এক জয়ে ১৭ বছর পর বিদেশের মাটিতে আর পাঁচ বছর পর টেস্ট জিতলো জিম্বাবুয়ে। বাংলাদেশের জন্য সাজানো মঞ্চে তারাই মাতলো উল্লাসে।

কেন এই পরাজয় বাংলাদেশের? অজুহাত নেই, আছে শুধু ব্যর্থতার সাতকাহন। দুই ইনিংসের একটাতেও যখন দল ২০০ রান করতে পারে না, তখন টেস্ট জয়ের স্বপ্ন সুদূর পরাহতই থেকে যাবে এ আর আশ্চর্যের কী। শুধু সিলেট টেস্টই নয়, এর আগের তিন টেস্টের ছয় ইনিংসেও ২০০ রানের ঘরে পা রাখতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে বিধ্বস্ত হওয়া দিয়ে শুরু। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই একই দশা। এবার জিম্বাবুয়ের বিপক্ষেও হতশ্রী ব্যাটিংয়ের ধারাবাহিকতা। বোলারদের পারফরম্যান্স যেখানে সন্তুষ্টির, ব্যাটসম্যানদের পারফরম্যান্স সেখানে হতাশায় মোড়ানো।

সর্বশেষ খবর