শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-আবাহনী হাইভোল্টেজ ফাইনাল

আসিফ ইকবাল

বসুন্ধরা কিংস-আবাহনী হাইভোল্টেজ ফাইনাল

বসুন্ধরা কিংসের অধিনায়ক সবুজ ও আবাহনীর অধিনায়ক সোহেলের হাতে ট্রফি। ম্যাচ শেষে চ্যাম্পিয়নের ট্রফি নিতে কে উঠবেন মঞ্চে তারই অপেক্ষা —বাংলাদেশ প্রতিদিন

ঐতিহ্য ও অতীত গৌরব বনাম নতুন কীর্তিতে সমৃদ্ধ। একদিকে দেশের ফুটবলে সবচেয়ে সফল ঢাকা আবাহনী। অন্যদিকে আলোয় আলোকিত নবাগত বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের আজকের ফাইনালের দুই প্রতিপক্ষ। বসুন্ধরা কিংসের সামনে ইতিহাস লেখার হাতছানি। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর হাতছানি হ্যাটট্রিক শিরোপার। ৩০ নম্বর আসরটির শিরোপা জয়ের সহজ সরল সমীকরণ। কিন্তু পরস্পরের প্রবল প্রতিপক্ষ দুই দলের জন্যই আজকের ফাইনাল ‘বুল আই’ টার্গেট। সানডে চিজোবাসহ চার বিদেশি নিয়ে হ্যাটট্রিক শিরোপা জিততে আবাহনী এবং বিশ্বকাপের ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেসকে নিয়ে বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়ন হতে খেলতে হবে কৌশলি ফুটবল। কৌশলি ফুটবলে টেক্কা দিতে প্রতিপক্ষকে এবং একই সঙ্গে সাহচার্য পেতে হবে ফুটবল ভাগ্যের। ইতিহাস গড়ার ফেডারেশন কাপের ফাইনালটি মাঠে গড়াবে শীতের বিকাল সাড়ে ৪টায়।

বসুন্ধরা কিংস এই প্রথম খেলছে ফেডারেশন কাপ। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে দলটি নাম লেখায় পেশাদার লিগে। প্রিমিয়ার লিগের আবির্ভাবে বাজিমাত করতে মরিয়া দলটি ভিড়ায় কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিনড্রেসকে। যিনি চলতি মৌসুমে বাংলাদেশে আসা বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় তারকা। এরপর ব্রাজিল থেকে উড়িয়ে এনেছে স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়াস দ্য কস্টা, স্পেন অনূর্ধ্ব-১৭ দলের সেন্ট্রাল ডিফেন্ডার মারিয়া গোটর ও কিরগিজস্তান জাতীয় দলের সেন্ট্রাল মিড ফিল্ডার বখতিয়ার দইশিভেকবকে। চার বিদেশি ছাড়াও দেশি তারকা মাসুক মিয়া জনি, মাহাবুবুর রহমান সুফিল, মতিন মিয়া. তৌহিদুল আলম সবুজ, দিদারুল আলমদের নিয়ে দুর্দান্ত দল গড়েছেন বসুন্ধরা কিংসের টিম ম্যানেজমেন্ট। এদেরকে এক সুতোয় গেঁথেছেন দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। কোচের কৌশলে দুরন্ত ফুটবল খেলে মৌসুমের প্রথম ম্যাচেই ৫-২ গোলে গুড়িয়ে দেয় ঐতিহ্যবাহী মোহামেডানকে। এরপর টানা দুই ম্যাচ ড্র। কোয়ার্টার ফাইনালে কলিনড্রেসের দ্রুততম হ্যাটট্রিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় টিম বিজেএমসিকে। সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী শেখ রাসেলকে হারায় ১১৮ মিনিটে সবুজের গোলে। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা উৎসবের অপেক্ষায় বসুন্ধরা কিংস। ফাইনালে উঠে ইতিহাস লেখা বসুন্ধরা কিংসের সামনে এবার নতুন এক হাতছানি। চ্যাম্পিয়ন হলেই লিখে ফেলবে আরেক ইতিহাস। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবেই আবির্ভাবে চ্যাম্পিয়ন হওয়ার বিরল রেকর্ড গড়বে সঙ্গে পাল্টে যাবে ঘরোয়া ফুটবলের ইতিহাস। গতকাল বাফুফে ভবনে মিডিয়ার মুখোমুখিতে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস ঝরে পড়লো সহকারী কোচ ফয়সালের কণ্ঠে, ‘দারুণ ফুটবল খেলছে দলটি। ইনশআল্লাহ আমরা আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হব।’ অধিনায়ক সবুজও আত্মবিশ্বাসী কণ্ঠে শিরোপা জয়ের কথা বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলছি।’ শেখ রাসেলের বিপক্ষে সেমিফাইনালে দলটি সার্ভিস পায়নি ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়াস দ্য কস্টা ও কিরগিজস্তানের বখতিয়ারের। পায়ের আঙ্গুলে ব্যথা থাকায় জানুয়ারির আগে মাঠে ফিরতে পারছেন না মার্কোস। জাপানের বিপক্ষে প্রীতিম্যাচ খেলে গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন বখতিয়ার। আজ খেলার কথা সেন্ট্রাল মিডফিল্ডারের। ১৯৮০ সালে শুরু ফেডারেশন কাপ। ঘরোয়া ফুটবল লিগের পর সবচেয়ে সমৃদ্ধ এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ বার করে চ্যাম্পিয়ন আবাহনী ও মোহামেডান। তার ওপর দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতার রেকর্ডও রয়েছে আবাহনীর। ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন। পরের বছর ১৯৯৮ সালে টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। এরপর ১৯৯৯ ও ২০০০ সালে চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের বিরল রেকর্ড গড়ে। ২০১৬ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়ে ফের হ্যাটট্রিক শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সেই সঙ্গে সর্বোচ্চ ১১ বার শিরোপা জেতার হাতছানি দিচ্ছে তাদের। বিগত দুই আসরের চ্যাম্পিয়ন দলটির মূল ভরসা গাম্বিয়ান স্ট্রাইকার সানডে। যিনি সেমিফাইনালে হ্যাটট্রিক করে একাই গুড়িয়ে দিয়েছেন শেখ জামালকে। যদিও আবাহনীর টুর্নামেন্টে গ্রুপপর্ব ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে যায়। এরপর আর পেছনে তাকায়নি। কোয়ার্টার ফাইনালে আরামবাগের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পায় ৩-২ গোলে। সেমিফাইনালে ঘরোয়া ফুটবলের আরেক সফল দল শেখ জামালকে হারায় ৪-২ গোলে। ফাইনালের প্রতিপক্ষ ফেবারিট বসুন্ধরা কিংস। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাপুষ্ট কলিনড্রেসের দলটির বিপক্ষে নিজেদের ফেবারিট মানছেন কোচ জাকারিয়া বাবু, ‘বসুন্ধরা কিংস শক্তিশালী প্রতিপক্ষ। যোগ্য দল হয়েই তারা ফাইনালে এসেছে। কিন্তু আবাহনী সবসময়ই সাফল্যের জন্য দল গড়ে। আমরা সেরা ফুটবল খেলেই চ্যাম্পিয়ন হতে চাই।’ প্রতিপক্ষ দলে কলিনড্রেসের মতো বিশ্বকাপ তারকা ফুটবলার। কিন্তু চিন্তিত নন কোচ, ‘আমার কাছে সব ফুটবলারই সমান। নির্দিষ্ট করে কোনো ফুটবলারের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। কলিনড্রেস ভালো ফুটবলার। আমাদেরও রয়েছে সানডে। দারুণ ছন্দে রয়েছে সে। নিয়মিত গোল করছে।’ অন্য যে কোনো সময়ের চেয়ে ফেডারেশন কাপের আবেদন এবার অনেক বেশি। প্রাণবন্তও অনেক। এমন জমকালো টুর্নামেন্টের শিরোপা জিততে মরিয়া বসুন্ধরা কিংস ও আবাহনী। ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা এবার খেলবে এএফসি কাপ। বসুন্ধরা জিতলে নতুন দল হিসেবে এএফসি কাপে সুযোগ পেয়ে আরেক রেকর্ড গড়বে।

সর্বশেষ খবর