শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দৃষ্টি থাকবে কলিনড্রেস ও সানডের দিকে

ক্রীড়া প্রতিবেদক

দৃষ্টি থাকবে কলিনড্রেস ও সানডের দিকে

বিশ্বকাপ খেলেছেন এমন ফুটবলার এর আগেও খেলেছেন ঢাকায়। মাঠও মাতিয়েছেন। দেশের ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন বিশ্বকাপের ফুটবলার সামির সাকির, করিম মোহাম্মদ, নাসের হেজাজি ও এমেকা ইউজেগাদের ফুটবল সৌকর্য। ছন্দময় ফুটবল খেলে তারা মন ভরিয়েছেন। দীর্ঘদিন পর এবার ঢাকার ফুটবলে প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন বিশ্বকাপ খেলা আরেক ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেস। কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলা কলিনড্রেস খেলছেন বসুন্ধরা কিংসে। তিনি খেলছেন ও খেলাচ্ছেন গোটা দলকে এবং মাঠ ছাড়ছেন দলকে জয়োৎসবে মাতিয়ে। আজ ফেডারেশন কাপের ফাইনাল। নবাগত বসুন্ধরা কিংসের সামনে ইতিহাস লেখার হাতছানি। তবে প্রতিপক্ষ দেশের সবচেয়ে সফল ক্লাব ঢাকা আবাহনী। দলটির সামনেও হাতছানি হ্যাটট্রিক শিরোপার। কলিনড্রেসের মতো দলটির ভরসা আরেক বিদেশি গাম্বিয়ার সানডে চিজোবা। দুই বিদেশিই দুই দলের ‘প্রাণ ভোমরা’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শীতের বিকালে চ্যাম্পিয়ন হতে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী। দুই দলের আড়ালে ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন দুই বিদেশি কলিনড্রেস ও সানডের ফুটবল দ্বৈরথ। দুজনের সৃজনশীলতার উপরই নির্ভর করছে শিরোপা। রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে খেলেছেন। যদিও গোলের দেখা পাননি। তারপরও বিশ্বকাপের অভিজ্ঞতাপুষ্ঠ কলিনড্রেসের পায়ের কারুকাজ অনেক বেশি। মূলত স্ট্রাইকার। তবে খেলেন গোটা মাঠ দৌড়ে। কিংসের হয়ে মূলত খেলছেন স্ট্রাইকার হয়ে। কিন্তু শেখ রাসেলের বিপক্ষে সেমিফাইনালে খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে। যদিও গোল পাননি। তবুও গোলের স ষ্টা ছিলেন তিনিই। ফেডারেশন কাপে তিনি এখন পর্যন্ত গোল করেছেন ৪টি। যার একটি আবার হ্যাটট্রিক, কোয়ার্টার ফাইনালে টিম বিজেএমসির বিপক্ষে। বসুন্ধরা কিংসের পক্ষে অভিষেক ম্যাচেই গোল করেছেন কলিনড্রেস। তার উপর আস্থাশীল সহকারী কোচ ফয়সাল, ‘বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অনেক এগিয়ে রেখেছে কলিনড্রেসকে। সে দুরন্ত ফুটবলও খেলছেন।’ তবে কলিনড্রেসকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করতে রাজি নন আবাহনীর কোচ জাকারিয়া বাবু, ‘ড্যানিয়েল কলিনড্রেস বিশ্বকাপ খেললেও আমাদের সানডে কোনো অংশে কম নয়। সানডে সেমিফাইনালে হ্যাটট্রিক করে দুর্দান্ত ফর্মে রয়েছেন।’ ভুল বলেননি আবাহনীর কোচ। ফেডারেশন কাপের লিগ পর্বে গোল পাননি। কিন্তু কোয়ার্টার ফাইনালে এক গোলের পর সেমিফাইনালে হ্যাটট্রিকই করেন। গাম্বিয়ান বংশোদ্ভূত সানডে দুর্দান্ত খেলেছেন গত মৌসুমে। আবাহনীর হয়ে গত মৌসুমে ১৯ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতা।

সর্বশেষ খবর