শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জেমকন গলফে জামাল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত তৃতীয় জেমকন পেশাদার গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তারকা গলফার জামাল হোসেন মোল্লা। পারের চেয়ে ৪ শট কম খেলে শিরোপা জিতেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের এই তারকা। পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন সাখাওয়াত হোসেন সোহেল, দুলাল হোসেন, মোহাম্মদ নাজিম ও সজীব আলী।

এটি বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশন (বিপিজিএ) -এর চলতি মৌসুমের চতুর্থ টুর্নামেন্ট। জেমকন গলফে মোট ৭৫ জন পেশাদার এবং ১০ জন অ্যামেচার গলফার অংশ নিয়েছিলেন। গতকাল ছিল টুর্নামেন্টের শেষ রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্যা, বিএসপি, এনডিইউ, পিএসপি প্রধান অতিথি এবং আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এনডিইউ, এএফডব্লিউসি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, বিপিজিএ-র প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম ও সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, এসপিপি উপস্থিত ছিলেন। চার রাউন্ডের এই প্রতিযোগিতায় মোট প্রাইজমানি ছিল ১০ লাখ টাকা।

সর্বশেষ খবর