শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বোলার নাঈমের ব্যাটে অভিষেক

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

অধিনায়ক সাকিব আল হাসান পাশে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছেন। মুশফিকুর রহিম টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন সতেরোর তরুণ নাঈম হাসানের মাথায়। তাদেরকে বৃত্তবন্দী করে আছে টাইগাররা। সবাই স্বাগত জানাল বাংলাদেশ টেস্ট পরিবারের নতুন সদস্য নাঈম হাসানকে। ৯৩তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ মাথায় তুললেন তিনি। নাঈম হাসানকে টেস্ট ক্যাপ পরিয়ে একটা ঘটনার যুগলবন্দী করলেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে সর্বশেষ মুশফিকুর রহিমই আঠারো পূর্ণ করার আগে সর্বশেষ টেস্ট দলে স্থান পেয়েছিলেন। তিনি ছিলেন ৪১ নম্বর টেস্ট ক্রিকেটার। এরপর দীর্ঘদিন হয়ে গেল, আঠারোর নিচে কাউকে আর দলে নেয়নি বাংলাদেশ। দীর্ঘ ১৩ বছর পর সতেরোর কোনো তরুণের টেস্ট আঙ্গিনায় পা পড়ল। অবশ্য মুশফিকের আগে আরও পাঁচজন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট পরিবারের সদস্য হয়েছিলেন আঠারো পূর্ণ করার আগেই। চলতি বছরেই ৭ জন ক্রিকেটারের টেস্ট অভিষেক করল বাংলাদেশ দল। ১১১ নম্বর টেস্টেই ৯৩ জন ক্রিকেটারকে ক্যাপ পরাল টাইগাররা। নাঈম হাসান অফ স্পিনার হিসেবে দলে স্থান পেলেন দীর্ঘদিন ধরে নিয়মিত পারফর্ম করায়। তবে বোলার নাঈমের অভিষেকটা হলো ব্যাট হাতে এবং বড় কঠিন সময়ে। তবে কঠিন সময়টা শক্ত হাতে মোকাবিলা করেন নাঈম। তার ৬০ বলে করা ২৪ রানের ইনিংসটা খুব কাজে দিল। সংবাদ সম্মেলনে এসে মুমিনুল কিন্তু তাই বলে গেলেন। ‘আমাদের টেল এন্ডাররা দারুণ ব্যাটিং করেছে।

সর্বশেষ খবর