শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রিভিউতে বাঁচল ওরা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের আম্পায়ার আলিম দার ও রিচার্ড। তাদের দেওয়া এলবিডব্লিউ সিদ্ধান্তের প্রতিবাদে গত দুই দিনে বেশ কয়েকবার রিভিউ চেয়েছেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। কখনো কখনো বোলাররাও চেয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই আম্পায়ারদের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। প্রথম দিনে তাইজুল দুবার রিভিউ চেয়ে সফল হয়েছেন। গতকাল রিভিউ চেয়ে সফল হয়েছেন মুস্তাফিজ, পাওয়েল, অ্যামব্রিস এবং মিথুন। বোলাররাও রিভিউ নিয়েছেন। এ কারণে আম্পায়ারদের অনেক সময়ই সিদ্ধান্ত দিতে দ্বিধায় পড়তে হয়েছে। ক্যারিবীয় ক্রিকেটার শিমরন তো বলে গেলেন, ‘আম্পায়ারদের জন্য কাজটা বেশ কঠিন হয়ে গেল।’ বিশেষ করে রিভিউর সিদ্ধান্ত তাদের বিপরীত হওয়ায় তাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত দেওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে দেখা দিল। গতকাল শেষ বিকালে কুয়াশার সঙ্গে ধোঁয়াও ধেয়ে এসেছিল সাগরিকায়। শেষ বিকালে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৮৫.৪ ওভার খেলা অনুষ্ঠিত হয় দিন শেষে। বার বার রিভিউ নেওয়ায় খেলার সময়ও নষ্ট হয় অনেকটা। তবে রিভিউর কারণে ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়নি ব্যাটসম্যানদের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর