শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যালন ডি অর মডরিচের প্রাপ্য নয় : কাভানি

ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি অর মডরিচের প্রাপ্য নয় : কাভানি

উয়েফা বর্ষসেরা ও ফিফা সেরা পুরস্কার আগেই জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। এবার ব্যালন ডি অর জেতার অপেক্ষায় তিনি। ফুটবল বিশ্লেষকদের ধারণা মডরিচেরই এ পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেশি। লিওনেল মেসির সম্ভাবনা তো নেই, ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি অর জেতার সম্ভাবনা ক্ষীণ। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্স আপ করিয়ে বিখ্যাত হয়ে উঠেছেন মডরিচ। আলো ছড়াচ্ছে তারই দিকে।

উরুগুয়ে ফুটবলার অ্যাডিসন কাভানি আবার বলেছেন ভিন্ন কথা। উয়েফা বা ফিফা বর্ষসেরা পুরস্কার মডরিচের হাতে ওঠায় তিনি বিস্মিত। কাভানি বলেন, রোনালদোই ছিল যোগ্য। যাক এনিয়ে প্রশ্ন তোলাটা এখন বোকামি ছাড়া আর কিছু নয়। কাভানির মতে রোনালদো বা মেসি সব সময় পুরস্কার জিতবে তা আমি বলি না। এখানে বিশ্বকাপ জয়ী ফ্লান্সের ফুটবলারদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমবাপ্পের কথা ধরুন, রাশিয়া বিশ্বকাপে অসাধারণ খেলার পরও তার কোনো স্পন্সর নেই। গ্রিজম্যানও দুর্দান্ত খেলেছে। মডরিচ অবশ্যই ভালো খেলেছে। সেই স্বীকৃতি বিশ্বকাপে পেয়েছে। আমি মনে করি, ব্যালন ডি অর জেতার যোগ্যতা নেই মডরিচের। এটার প্রাপ্য এমবাপ্পে বা গ্রিজম্যান।

সর্বশেষ খবর