রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যালন ডি’অর রোনালদোর পাওয়া উচিত

ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি’অর রোনালদোর পাওয়া উচিত

উয়েফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। এমনকি ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা রয়েছে তার। তবে জুভেন্টাসের কোচ মাম্মিমিলিয়ানো আল্লেগ্রির বলেছেন মডরিচ ব্যালন ডি’অর পুরস্কারের জন্য যোগ্য নন। আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদোরই এ পুরস্কার পাওয়া উচিত।

নিজের দলের খেলোয়াড় বলেই কি রোনালদোকে সমর্থন করছেন তিনি? আল্লেগ্রির বলেন, ‘আমি পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েই একথা বলছি। রোনালদো জুভেন্টাসে খেলছেন। তার মানে এই নয় অযথা তাকে সমর্থন দেব। এই পর্তুগিজ ফুটবলার জুভেন্টাসে আসার আগে গত মৌসুমে রিয়াল মাদ্রিদেও টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রাখেন। প্রতিটি ম্যাচ অসাধারণ খেলেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড? রাশিয়া বিশ্বকাপে স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে অসাধারণ হ্যাটট্রিক করেছেন। এসব কীর্তি গড়ার পরও রোনালদো যদি ব্যালন ডি’অর পুরস্কার না পান যা হবে হতাশার। আমার বিশ্বাস ফুটবল যারা বোঝেন আমার এই কথার সঙ্গে একমত হবেন। গত ১০ বছরে মেসি ও রোনালদো পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেছেন।

সর্বশেষ খবর