রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডোপপাপী র‌্যামোস!

ক্রীড়া ডেস্ক

শুধু রিয়াল মাদ্রিদ নয়, স্পেনের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার সার্জিও র‌্যামোস। রিয়ালের শিরোপা জয়ের নায়ক র‌্যামোস দলটির সমর্থকদের ভালোবাসার এক নাম। তার বিপক্ষে এবার ডোপ গ্রহণের অভিযোগ উঠেছে। ফুটবল লিকস ডোপ গ্রহণের অভিযোগ এনেছে র‌্যামোসের বিপক্ষে। তাদের দাবি, ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর হওয়া ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস! এরই মধ্যে ফুটবল লিকস বিভিন্ন ফুটবলারের বিপক্ষে অভিযোগ তুলে শোরগোল তুলেছে। প্রতিষ্ঠানটি প্রতিবেদনে জানিয়েছে, এর আগেও একবার ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন র‌্যামোস। ২০০৭ চ্যাম্পিয়ন্স লিগের পর রিয়াল তারকা র‌্যামোস ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন। ম্যাচের আগের দিন নিষিদ্ধ উপাদান নিয়েছিলেন শরীরে। ফুটবল লিকসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জুভেন্টাস ম্যাচের আগে হাঁটু আর কাঁধে দুটি ইনজেকশন নিয়েছিলেন র‌্যামোস। যাতে ছিল নিষিদ্ধ ড্রাগ ডেক্সামেথাসোন। ফাইনালের পরদিন পরীক্ষায় র‌্যামোস ‘পজিটিভ’ প্রমাণিত হয়েছিলেন। তবে রিপোর্টটি ক্লাবের ডাক্তার আড়াল করেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর